Sunday, November 9, 2025

কলকাতা বইমেলা চলাকালীন বিশেষ মেট্রো পরিষেবা!

Date:

Share post:

চলতি সপ্তাহে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার (International Kolkata Book Fair) উদ্বোধন হতে চলেছে। আগামী ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত সেন্ট্রাল পার্কের (CP) বইমেলা প্রাঙ্গণে চলবে বই পুজোর উৎসব। ইস্ট ওয়েস্ট রুটের মেট্রো (East West Metro)পরিষেবা চালু হওয়ার পর থেকে বিগত বছরগুলিতে বইমেলার ভিড় সামাল দিতে শিয়ালদহ- সেক্টর ফাইভ রুটের মেট্রোকে বাড়তি দায়িত্ব পালনে দেখা গেছে। যেহেতু বইমেলায় প্রবেশ করার যে মূল গেটগুলি রয়েছে তার একেবারে সামনেই সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের গেট, সেই কারণে বেশিরভাগ মানুষই পাতাল রেল থেকে বেরিয়েই খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যেতে পারেন বইমেলা প্রাঙ্গণে। কলকাতা বইমেলা চলাকালীন ইস্ট ওয়েস্ট রুটে এবার বাড়তি মেট্রো চলাচল করবে বলে কর্তৃপক্ষের (Kolkata metro)তরফে ঘোষণা করা হল।

বৃহস্পতিবার কলকাতা বইমেলার উদ্বোধন। জানানো হয়েছে যে গ্রিন লাইনে মানে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে সাধারণত ১০৬ টি মেট্রো চলে। তবে বইমেলার জন্য ১২০ টি ট্রেন চালাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোম থেকে শনিবার পর্যন্ত সকাল ৬:৫৫মিনিটে ছাড়বে প্রথম মেট্রো, শেষ ট্রেন থাকবে রাত ১০টা পর্যন্ত। বিকেল ২:৫৫ মিনিট থেকে রাত ৯:১৯ মিনিট পর্যন্ত প্রতি ১২ মিনিট অন্তর মেট্রো চলবে। যেহেতু ওই সময় বইমেলায় ভিড় বেশি হয়। পাশাপাশি বই মেলার সময় রবিবারেও মেট্রো চলবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ২১ ও ২৮ তারিখ পূর্ব ও পশ্চিমমুখী ৪০টি করে মোট ৮০টি মেট্রো চলবে। রবিবারগুলিতে দপুর ১২:৫৫ মিনিট থেকে রাত্রি ১০টা পর্যন্ত পরিষেবা মিলবে। এছাড়াও কলকাতা বইমেলার জন্য এ বার থাকছে প্রিপেড অ্যাপ-ক্যাব বুথ। সরকারি-বেসরকারি মিলিয়ে থাকছে ২০০টির মতো বিশেষ বাস। বইমেলার মাঠে পরিবহণ দফতরের কন্ট্রোল রুম খোলা হচ্ছে।

spot_img

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...