Sunday, January 11, 2026

দ্রুত ছাড়তে হবে বাংলো! ফের মহুয়াকে নোটিশ, ‘গেরুয়া ষ.ড়যন্ত্র’-এর অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

দ্রুত ছাড়তে হবে বাংলো (Bunglow)! ফের দিল্লির সাংসদ বাংলো ছাড়তে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) নোটিশ লোকসভার (Loksabha) ডিরেক্টরেট অফ এস্টেট-এর (Director of Estate)। প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ আপাতত বাংলোয় থাকতে চেয়ে দিল্লি হাই কোর্টে (Delhi High Court) মামলা দায়ের করেছিলেন। এরপরই আদালত মহুয়াকে ডিরেক্টরেট অফ এস্টেটের কাছেই ফের আবেদনের পরামর্শ দেয়। তবে ডিরেক্টরেট অফ এস্টেট সাফ জানিয়েছে, অবিলম্বে বাংলো ছাড়তে হবে কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদকে। বাংলো নিয়ে বাড়াবাড়ির পিছনে বড়সড় রাজনীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসের। দলের তরফে সাফ জানানো হয়েছে, সাংসদদের মেয়াদ শেষের পরেও স্বল্প ভাড়ায় আরও ছয় মাস সরকারি বাংলোয় থাকতে পারেন। কিন্তু মহুয়াকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এর পিছনে গেরুয়া চক্রান্তকেই নিশানা করেছে তৃণমূল (TMC)।

দিল্লির সাংসদ বাংলোয় ৭ জানুয়ারি পর্যন্ত থাকার অনুমতি ছিল মহুয়ার। কিন্তু বাংলো না ছাড়ায় তাঁকে আগেও একবার কারণ জানতে নোটিশ পাঠিয়েছিল মোদি সরকারের সংশ্লিষ্ট দফতর। এদিকে লোকসভার একটি সূত্রের দাবি, পূর্ণাঙ্গ মেয়াদ শেষে সাংসদদের বাড়তি ছয় মাস বাংলোয় থাকার সুযোগ দেওয়া হয়। কিন্তু মহুয়া মৈত্রর সাংসদ পদ চলে যাওয়ার পর তাঁকে সেই সুযোগ কেন মোদি সরকার দিতে অস্বীকার করছে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এর আগে সাংসদ পদ খারিজ হওয়ায় রাহুল গান্ধীর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি লাক্ষাদ্বীপের সাংসদের সদস্য পদ খারিজের পর তাঁকে বাংলো ছাড়তে হয়েছিল। একই সিদ্ধান্ত করা হয় রাহুল গান্ধীর ক্ষেত্রেও।

 

 

 

spot_img

Related articles

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...

আন্টার্কটিকার বরফের তলায় সবুজ বনভূমি! বিস্ময়ের ঘোর কাটছে না গবেষকদের

দুচোখ বিস্তৃত বরফের চাঁই আর তার গভীরে লুকিয়ে সবুজের সমাহার। পৃথিবীর দক্ষিণ প্রান্তের এই মহাদেশে কোনও মনুষ্যবসতি নেই...