Sunday, August 24, 2025

চণ্ডীগড়ের মেয়র নির্বাচন স্থগিত, আদালতের দ্বারস্থ আপ

Date:

Share post:

বৃহস্পতিবার নির্বাচন হওয়ার কথা থাকলেও, প্রিসাইডিং অফিসারের অসুস্থতার কারণে স্থগিত হয়ে গেল চণ্ডীগড়ের মেয়র নির্বাচন। অতর্কিতে এভাবে নির্বাচন বন্ধ করে দেওয়ায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দারস্ত হয়েছে আম আদমি পার্টি।

বৃহস্পতিবার চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পদের নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছে আপ। আপ সাংসদ রাঘব চাড্ডা বলেন, “বিজেপি পরাজয়ের আশঙ্কায় নানা কলকাঠি নাড়ছে নির্বাচন পিছিয়ে দিতে। ওদের অবস্থা এখন সেই বাচ্চা ছেলেটার মত, যে শূন্য রানে আউট হয়ে যাবার পর ব্যাট নিয়ে বাড়ি পালিয়ে যায়।” আপ-এর মেয়র প্রার্থী, কুলদীপ ধলোরে হাইকোর্টে তার আবেদনে, অনিল মসিহের জায়গায় একজন নতুন প্রিসাইডিং অফিসার নিয়োগের দাবি জানিয়েছেন। আবেদনে বলা হয়েছে, “প্রিসাইডিং অফিসার এবং সেক্রেটারি, মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ নির্বাচন পরিচালনার জন্য ভারপ্রাপ্ত বেশিরভাগ কর্মকর্তা হরিয়ানা ক্যাডারের, যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে এবং অফিসাররা শাসক দলের প্রভাবের অধীনে রয়েছে।” ধলোর পিটিশনে অভিযোগ করেছেন, “এটি স্পষ্ট যে নির্বাচনের মাত্র একদিন আগে, সচিবকে অপসারণ করা হয়েছিল এবং হরিয়ানা ক্যাডারের একজন কর্মকর্তাকে, যেখানে বিজেপি শাসক দল, নিয়োগ করা হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপটি স্পষ্ট করে দেয় যে তারা যে কোনও উপায়ে বিজেপি কাউন্সিলরদের সাহায্য করতে এবং নির্বাচনী কার্যক্রমকে প্রভাবিত করতে আগ্রহী।”

বিজেপি হারের ভয়েই নির্বাচনে বিলম্ব করছে বলে অভিযোগ করেছেন রাঘব চাড্ডা। তিনি বলেন, “মোট ৩৬টি ভোটের মধ্যে ২০ টি আমাদের পক্ষে (আপ ১৩, কংগ্রেস ৭), ইন্ডিয়া জোট চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রস্তুত। বিজেপি একেবারেই খারাপভাবে হারছে। যার জেরেই ওদের রাতের ঘুম উড়ে গিয়েছে। তাই এই ধরনের কর্ম কর্মকাণ্ড করছে গেরুয়া শিবির।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...