Wednesday, January 21, 2026

চণ্ডীগড়ের মেয়র নির্বাচন স্থগিত, আদালতের দ্বারস্থ আপ

Date:

Share post:

বৃহস্পতিবার নির্বাচন হওয়ার কথা থাকলেও, প্রিসাইডিং অফিসারের অসুস্থতার কারণে স্থগিত হয়ে গেল চণ্ডীগড়ের মেয়র নির্বাচন। অতর্কিতে এভাবে নির্বাচন বন্ধ করে দেওয়ায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দারস্ত হয়েছে আম আদমি পার্টি।

বৃহস্পতিবার চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পদের নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছে আপ। আপ সাংসদ রাঘব চাড্ডা বলেন, “বিজেপি পরাজয়ের আশঙ্কায় নানা কলকাঠি নাড়ছে নির্বাচন পিছিয়ে দিতে। ওদের অবস্থা এখন সেই বাচ্চা ছেলেটার মত, যে শূন্য রানে আউট হয়ে যাবার পর ব্যাট নিয়ে বাড়ি পালিয়ে যায়।” আপ-এর মেয়র প্রার্থী, কুলদীপ ধলোরে হাইকোর্টে তার আবেদনে, অনিল মসিহের জায়গায় একজন নতুন প্রিসাইডিং অফিসার নিয়োগের দাবি জানিয়েছেন। আবেদনে বলা হয়েছে, “প্রিসাইডিং অফিসার এবং সেক্রেটারি, মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ নির্বাচন পরিচালনার জন্য ভারপ্রাপ্ত বেশিরভাগ কর্মকর্তা হরিয়ানা ক্যাডারের, যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে এবং অফিসাররা শাসক দলের প্রভাবের অধীনে রয়েছে।” ধলোর পিটিশনে অভিযোগ করেছেন, “এটি স্পষ্ট যে নির্বাচনের মাত্র একদিন আগে, সচিবকে অপসারণ করা হয়েছিল এবং হরিয়ানা ক্যাডারের একজন কর্মকর্তাকে, যেখানে বিজেপি শাসক দল, নিয়োগ করা হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপটি স্পষ্ট করে দেয় যে তারা যে কোনও উপায়ে বিজেপি কাউন্সিলরদের সাহায্য করতে এবং নির্বাচনী কার্যক্রমকে প্রভাবিত করতে আগ্রহী।”

বিজেপি হারের ভয়েই নির্বাচনে বিলম্ব করছে বলে অভিযোগ করেছেন রাঘব চাড্ডা। তিনি বলেন, “মোট ৩৬টি ভোটের মধ্যে ২০ টি আমাদের পক্ষে (আপ ১৩, কংগ্রেস ৭), ইন্ডিয়া জোট চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রস্তুত। বিজেপি একেবারেই খারাপভাবে হারছে। যার জেরেই ওদের রাতের ঘুম উড়ে গিয়েছে। তাই এই ধরনের কর্ম কর্মকাণ্ড করছে গেরুয়া শিবির।

spot_img

Related articles

IPL:পাঁচ রাজ্যে বিধানসভা ভোট, সূচি তৈরিতে বোর্ড তাকিয়ে কমিশনের দিকেই

টি২০ বিশ্বকাপ(T20 World Cup) পর্ব মিটলই শুরু আইপিএলের(IPL) মেগা ধামাকা। সাধারণতে মার্চের শেষ সপ্তাহ থেকেই আইপিএল শুরু হয়।...

বোমা মেরে পুরীর জগন্নাথ মন্দির ওড়ানোর হুমকি! বাড়ল নিরাপত্তা 

সকাল সকাল পুরীর জগন্নাথ ধামে বোমাতঙ্ক (Bomb threat in Puri Jagannath Temple)। বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়া হবে...

স্বাস্থ্য ভবনের কাছে রাস্তায় বসে বিক্ষোভ আশা কর্মীদের, ব্যাহত যান চলাচল

সরকারি ছুটি, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে বুধের সকালে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানের জেরে সেক্টর ফাইভে ব্যাহত...

আজ একাদশ-দ্বাদশের নিয়োগের মেধাতালিকা প্রকাশ, চলতি মাসেই কাউন্সেলিং শুরুর সম্ভাবনা 

বুধবার প্রকাশিত হতে চলেছে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা (Final merit list for recruitment of teachers for class...