Saturday, August 23, 2025

পৃথক রাজ্য-সহ একাধিক দাবিতে বিক্ষো.ভ আকসুর! ময়নাগুড়িতে আটকে বন্দে ভারত এক্সপ্রেস

Date:

Share post:

আলাদা রাজ্য, কামতাপুর (Kamtapur) ভাষার স্বীকৃতি এবং জীবন সিংয়ের সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড (KPP United) এবং ছাত্র সংগঠন আকসুর (AKSU) ডাকে রেল রোকো কর্মসূচি। শুক্রবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে বিক্ষোভ, যা ১২ ঘণ্টা চলবে। এদিকে, সকাল সকাল ট্রেন বন্ধ করে বিক্ষোভ দেখানোয় ব্যাপক সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। পাশাপাশি এদিনের বিক্ষোভকে কেন্দ্র করে একাধিক একাধিক স্টেশনে দাঁড়িয়ে বন্দে ভারত (Vande Bharat)-সহ একাধিক ট্রেন। তবে এদিন দীর্ঘক্ষণ আটকে থাকার পর গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনগুলি।

এদিন ময়নাগুড়ির বেদগারা স্টেশনের কাছে চলছে লাইন অবরোধ কর্মসূচি। দীর্ঘক্ষণ আটকে রয়েছে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস। প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। এদিন দলীয় পতাকা হাতে রেল লাইনে নেমে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্র-যুবরা। আকসুর সভাপতি কৌশিক বর্মণ বলেন, “কামতাপুর রাজ্যের পুর্নগঠন চাই। ইতিহাস ঘাঁটলে কামতাপুরের ইতিহাস জানা যাবে। আমাদের রাজ্য ফিরিয়ে দেওয়া হোক।”

এদিকে রেল সূত্রে খবর, এদিনের আন্দোলনের কারণেই থমকে আছে বহু ট্রেন। বৃহস্পতিবারই রেল রোকো কর্মসূচির কথা সংশ্লিষ্ট সংগঠনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। তবে ময়নাগুড়ির ঠিক কোন জায়গাতে এই কর্মসূচি হবে তা আগে থেকে প্ল্যানমাফিক জানায়নি আন্দোলনকারীরা। এরপর শুক্রবার সকালে ময়নাগুড়ি বেদগারা স্টেশনের কাছে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা।

 

 

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...