Sunday, January 11, 2026

ফিরল শীতের আমেজ! রাজ্যে কতদিন জাঁকিয়ে ঠাণ্ডা? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

সত্যি হল পূর্বাভাস। ফের শীতের (Winter) আমেজ ফিরল বাংলায় (Bengal)। ইতিমধ্যে রাতের তাপমাত্রা (Temperature) ফের নামল ১৪ এর ঘরে। তবে শনিবার হাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত আর খুব বেশি পারদ উত্থান পতনের ইঙ্গিত নেই। ২৪ জানুয়ারির সামান্য পারদ পতন হতে পারে। এদিকে দক্ষিণ এবং উত্তরবঙ্গে শনিবার আংশিক মেঘলা (Cloud) আকাশ। পাশাপাশি দাপট দেখাচ্ছে ঘনকুয়াশাও। আগামী দুদিন সিকিমে (Sikkim) তুষারপাতের (Snowfall) সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

শনিবার দক্ষিণবঙ্গ, কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতে কুয়াশার দাপট দেখা গিয়েছে। তবে এদিন সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যে অসম ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরেও। আর তার জেরে ঠাণ্ডা হাওয়ার দাপট রয়েছে রাজ্যে। এছাড়া আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই শৈত্যপ্রবাহ জারি রয়েছে।

এদিকে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সৃষ্টি হওয়ায় তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ে ও উঁচু পার্বত্য এলাকায় শনিবারও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কলকাতার রাতের তাপমাত্রা ১৬.১ থেকে ১৪.৭ ডিগ্রিতে নেমে গিয়েছে। শুক্রবার কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কমে পৌঁছয় ২২ ডিগ্রিতে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রাতে ৭২ এবং দিনে ৯৪ শতাংশ ছিল বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

 

 

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...