Friday, August 22, 2025

বাংলাকে ভাতে মারার চেষ্টা! ধান কেনার টাকা বন্ধের ‘তুঘলকি সিদ্ধান্ত’ মোদি সরকারের

Date:

Share post:

প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাচ্ছেনা বাংলা। বন্ধ রয়েছে একশো দিনের কাজের টাকা। পাশাপাশি রাজ্যের সব জিএসটির টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। কোনও টাকাই আর ফেরত দেওয়া হয় না। স্বাস্থ্য খাতেও বাংলার জন্য বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্র। মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে এরকম আরও একাধিক অভিযোগ রয়েছে তৃণমূলের। আর এবার এরই মধ্যে সরাসরি কৃষকদের (Farmers) থেকে ধান কেনার টাকাও বন্ধ করল মোদি সরকার। বাংলার প্রাপ্য ৭৬০০ কোটি টাকা জোর করে আটকে রাখার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে (Central Govt)। আর এমন সত্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, যতরকম ভাবে সম্ভব বাংলার মানুষকে (West Bengal) ভাতে মারতে উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদির সরকার।

মূলত এই টাকা খরচ করে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনত রাজ্য সরকার। ২০১১ সালে রাজ্যে বাম জমানার অবসানের পর থেকে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকদের থেকে সরাসরি ধান কেনার প্রক্রিয়া শুরু করেন। ধান কেনার সুবাদে ২০২২-২৩ অর্থবর্ষে কেন্দ্রের কাছে বাংলার বকেয়া প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা। আর চলতি ২০২৩-২৪ আর্থিক বছরের প্রাপ্য প্রায় ৪ হাজার ৩০০ কোটি। সব মিলিয়ে মোট ৭৬০০ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। আর মোদি সরকারের এমন গাজোয়ারি পদক্ষেপের ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে রাজ্য সরকারকে।

জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রাজ্যের ৬ কোটি রেশন গ্রাহকের জন্য ‘সেন্ট্রাল পুল’ থেকে চাল সরবরাহ করা হয়। আর সেকারণে রাজ্য সরকার চাষিদের থেকে সরাসরি ধান কিনে চাল উৎপাদন করে এবং সেন্ট্রাল পুলে সেই চাল সরবরাহ করে। কিন্তু চাল সরবরাহের পরও সেই টাকা এবার জোর করে আটকে রাখার অভিযোগ উঠল কেন্দ্রের বিরুদ্ধে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রেশন বাবদ বাংলার প্রাপ্য ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এদিকে গত ডিসেম্বরেই একাধিক খাতে বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী এই বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন বলেও নাকি আশ্বাস দিয়েছিলেন, তবে তারপর বকেয়া মেটানো তো দূর, উল্টে ধান কেনার টাকাও এবার বন্ধ করে দিল কেন্দ্র।

 

 

 

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...