Sunday, November 9, 2025

হাফ ম্যারাথনে দু.র্ঘটনা! তোরণ ভেঙে আ.হত অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

রবিবার সাতসকালেই কড়া নিরাপত্তায় শুরু হয়েছে হাফ ম্যারাথন (Half Marathan)। এদিন সকাল হতেই রেড রোডে (Red Road) হাজির সমস্ত বয়সের মানুষ। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে আয়োজিত এদিনের অনুষ্ঠান সুষ্ঠু ও স্বাভাবিকভাবে শুরু হলেও আচমকাই ঘটল দুর্ঘটনা। এদিন ম্যারাথনের সমাপ্তি পয়েন্টের কাছে একটি বড় তোরণ রাখা ছিল। সূত্রের খবর, এদিন ম্যারাথন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে দমকা হাওয়ায় ওই তোরণ আচমকা উল্টে যায়। আর যার জেরে দুর্ঘটনার কবলে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (Additional CP) মুরলিধর শর্মা (Murlidhar Sharma)। জানা গিয়েছে এদিন ওই তোরণের সামনেই দাঁড়িয়েছিলেন তিনি। সূত্রের খবর, তাঁর ঘাড়ে ও মাথায় চোট লেগেছে। ইতিমধ্যে তাঁকে ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতাল সূত্রে খবর, মুরলিধর শর্মাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর ঘাড়ে ও মাথায় চোট লেগেছে। ইতিমধ্যে তাঁর বেশ কয়েকটি টেস্ট করানো হয়েছে বলে খবর। তবে এদিন শুধু মুরলিধর শর্মাই নন এদিন ম্যারাথনে অংশগ্রহণকারী একটি মহিলারও চোট লেগেছে বলে খবর। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার ভোরে রেড রোডে শুরু হয় ম্যারাথন। কলকাতা পুলিশের তরফে আয়োজিত ম্যারাথনে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সৌরভ গঙ্গোপাধ্যায়, টলি অভিনেতা আবির চট্টোপাধ্যায়, ঈশা সাহা। এদিনের ম্যারাথনে অংশ গ্রহণ করেছিলেন অ্যাডিশনাল সিপিও। পুলিশ সূত্রে খবর, যে গেটে প্রতিযোগীরা নিজেদের দৌড় শেষ করছেন সেই গেটেরই দায়িত্বে ছিলেন মুরলিধর। আচমকা দমকা হাওয়ায় সেই গেটটি ভেঙে পড়ে যায়। তখনই আঘাত লাগে তাঁর।

 

 

 

 

spot_img

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...