চাকরি পরীক্ষার জন্য নিজেদের তৈরি করতে যে শিক্ষা প্রতিষ্ঠানকে কয়েক দশক ধরে ভরসা করে আসছেন চাকরিপ্রার্থীরা, সেটি হল রাইস। এবারের কলকাতা বইমেলায় (Kolkata Book Fair) রবিবার SBI অডিটরিয়ামে সন্ধে ছটায় প্রকাশিত হল প্রফেসর সমিত রায় পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের ১১টি বই। প্রকাশ অনুষ্ঠানে ছিলেন অ্যাডামাস ইউনিভার্সিটি আচার্য সমিত রায়, উপাচার্য সুরঞ্জন দাস, সাহিত্যিক প্রচেত গুপ্ত-সহ বিশিষ্টরা।

এদিন যে বইগুলি প্রকাশ হল, সেগুলি হল- উত্তরণের পথে, MEGA YEAR BOOK 2024, WBCS FINGER TIPS, SSC GENERAL STUDIES, ENGLISH GUIDE-সহ ১১টি বই।

সরকারি চাকরির দিশা দেখানো এই বইগুলি পাওয়া যাবে বইমেলার (Kolkata Book Fair) ৫ নম্বর গেটের কাছে ২৯০ নম্বর স্টলে।
