Monday, January 12, 2026

উন্নয়নে বাংলায় খরচ বরাদ্দের ৬০ শতাংশের বেশি, তালিকায় লুটোপুটি গুজরাট, আসামের

Date:

Share post:

বাংলার উন্নয়নের টাকা আটকে রাজ্য় সরকারকে বিপাকে ফেলার চেষ্টার অভিযোগ কেন্দ্র সরকারের বিরুদ্ধে বারবার করে এসেছে রাজ্য সরকার। উন্নয়নের (development) টাকা খরচের নিরিখে কেন্দ্র সরকারের রিপোর্টই প্রমাণ করছে গোটা দেশে তিন নম্বরে বাংলা। আর যে সব রাজ্যকে ডবল ইঞ্জিন সরকারের নিয়ন্ত্রণে এনে উন্নয়নের ভুরি ভুরি আশ্বাস দিয়েছিল বিজেপি, সেই সব রাজ্যের উন্নয়নে খরচের গড় জাতীয় গড়ের থেকেও নিচে। এরপরেও কেন্দ্রের বঞ্চনার তালিকাতে এক নম্বরেই থেকে যাবে বাংলা!

সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের (Finance ministry) ২০২৩-২৪ অর্থবর্ষের রিপোর্ট প্রকাশিত হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের (15th Finance Commission) বরাদ্দের সবথেকে বেশি অর্থ খরচ করে প্রথম স্থানে তেলেঙ্গানা, দ্বিতীয়স্থানে অরুনাচল প্রদেশ। আর তৃতীয় স্থানেই বাংলা। কেন্দ্রের রিপোর্টেই স্পষ্ট চলতি আর্থিক বর্ষে কেন্দ্রের বরাদ্দের ৬০ শতাংশের বেশি খরচ করেছে বাংলা। আর সেই তালিকায় বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ১৪ তম স্থানে, গুজরাট ১৭ তম স্থানে।

দেশের নিয়ম অনুসারে যে কোনও আর্থিক বর্ষে বরাদ্দের অন্তত ৬০ শতাংশ খরচ করতে হবে কোনও রাজ্যকে। খরচ করতে না পারলে পরবর্তী অর্থবর্ষে (financial year) সেই বরাদ্দ কমিয়ে দেবে কেন্দ্র সরকার। ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রের থেকে বাংলার প্রাপ্য ছিল ৪,৮০০ কোটি টাকা। তার মধ্যে ৩,৫০০ কোটির বেশি উন্নয়নমূলক খাতে খরচ করতে পেরেছে বাংলা। অন্যদিকে গুজরাট বা মধ্যপ্রদেশের মতো রাজ্যে সেই খরচের পরিমাণ ৬০ শতাংশের অনেক কম। এই তালিকায় আরও নিচের দিকে মহারাষ্ট্র, বিহারের জায়গা হয়েছে।

তবে এই রাজ্যে বিজেপি নেতারা বিধানসভা নির্বাচনের আগে প্রচার চালিয়েছিলেন এই বলে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের বন্যা বয়ে যাবে। বাস্তবে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে যে সব রাজ্যে বিজেপি এভাবে ডবল ইঞ্জিন সরকার চালাচ্ছে সেখানে উন্নয়নের ভাঁড়ে মা ভবানী।

spot_img

Related articles

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...