আর কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়বে। তার আগে সমস্ত রাজনৈতিক দলই নিজেদের মতো ঘুঁটি সাজাচ্ছে। সাংগঠনিক রদবদল থেকে পরিকাঠামো ঢেলে সাজানোর চূড়ান্ত পর্ব চলছে। অনুব্রতহীন বীরভূমে বিশেষ নজর দিচ্ছেন তৃণমূল নেত্রী খোদ।

জেলার দুই আসনেই ২০১৯ সালে জয় ছিনিয়ে নিয়েছিল জোড়া ফুল শিবির। যদিও ৫ বিধানসভা আসনে এগিয়ে ছিল বিজেপি। বিশেষ করে শহরাঞ্চলে আশানারূপ ফলাফল হয়নি শাসকদলের। ২০২১ সালে বিধানসভায় অবশ্য ফলের আমূল বদল ঘটে। জেলার ১১ বিধানসভা আসনের ১০ আসন জিতে নেয় তৃণমূল। একমাত্র হাতছাড়া হয় দুবরাজপুর বিধানসভা। জেলায় পুর ও পঞ্চায়েত ভোটেও ভালো ফল করে তৃণমূল কংগ্রেস।

তবে অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে সংগঠন নিয়ে নতুন করে ভাবনা- চিন্তা করতে হয় তৃণমূলকে। কোর কমিটি গড়ে দিয়ে মমতা বন্দোপাধ্যায় নিজে বীরভূম দেখভাল করছেন।এই অবস্থায় আজ মঙ্গলবার লোকসভা ভোটের প্রস্তুতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দেন সেদিকেই সকলের নজর।
