Thursday, December 25, 2025

নেতাজি জন্মজয়ন্তীতে রেড রোডে সাংস্কৃতিক অনুষ্ঠান, গানে গানে সম্প্রীতির বার্তা সুগত বসুর!

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্ম জয়ন্তী উপলক্ষে রেড রোডে নেতাজি মূর্তির সামনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার। বিশ্বের গর্ব মহান দেশপ্রেমিক সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব প্রতিকৃতিতে এদিন পুষ্পার্ঘ নিবেদন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল ১১:৩০ টা নাগাদ অনুষ্ঠানে পৌঁছে উপস্থিত বিশিষ্টদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী(CM) । বেলা বারোটার সময় সেখানে নেতাজি মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

২৩ জানুয়ারি উপলক্ষে রাজ্য সরকারের তরফে আজ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিমরা। ছিলেন অমিত মিত্র, দিব্যেন্দু বিশ্বাস, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব সহ অন্যান্য বিশিষ্টরা। অধ্যাপক সুগত বসু সহ নেতাজির পরিবারের সদস্যরাও এদিন শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, রাজ্যসঙ্গীতের মাধ্যমে এদিন অনুষ্ঠান শুরু হয়। ১৯৪৩ সালে নেতাজি ফেরার পর বাংলার মানুষ তাকে যে গানে বরণ করে নিয়েছিলেন সেই “সুভাষ জি” গানটিও পরিবেশিত হয়। এরপর ন্যাশনাল আর্মির মার্চ সং উপস্থাপিত করার জন্য ঘোষণা করেন ইন্দ্রনীল সেন। সবশেষে পরিবেশিত হয় ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি। কণ্ঠ মেলান স্বয়ং মন্ত্রী ইন্দ্রনীল সেন।

অধ্যাপক সুগত বসু এদিন সুভাষচন্দ্র বসুর কথা স্মরণ করে দেশের সম্প্রীতির বার্তা তুলে ধরেন। ২৩ জানুয়ারি প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আমন্ত্রণ জানান বলে এদিন বলেন তিনি। পাশাপাশি জানান নেতাজি ভবনে আজ ৯৫ বছর বয়সে এক বৃদ্ধা এসেছিলেন যিনি রানী অফ ঝাঁসি রেজিমেন্ট- এর ভেটেরন। এসেছিলেন ওমর হাবিব নামে এক গুজরাটি মুসলমান। তাঁর ঠাকুরদা আব্দুল হাবিব সাহেব আজাদ হিন্দ ফৌজকে তৎকালীন সময়ে রেঙ্গুনে এক কোটিরও বেশি টাকা দিয়েছিলেন। তিনি বলেন বাংলা থেকে দেশের জন্য একটা বার্তা দেওয়া দরকার তাই তিনি হিন্দি ভাষায় হিন্দু-মুসলমান ঐক্য আর সম্প্রীতির ওপর ভিত্তি করে একটি গান গেয়ে শোনান। অনুষ্ঠান মঞ্চে শঙ্খ বাজিয়ে বাংলা মায়ের দামাল ছেলে সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


spot_img

Related articles

চকচকে ফ্রেমে ফাঁপা কনটেন্ট, হতাশ করল কার্তিক-অনন্যার নতুন বলিউড ছবি 

প্রেমের গল্পে মূল উপাদান প্রেমিক-প্রেমিকার রসায়নের বিশ্বাসযোগ্যতা। কিন্তু গল্পের শুরু থেকেই যদি সেটা 'ভ্যানিশ' হয়ে যায় তাহলে বোধহয়...

বিজেপির গুন্ডাদের হামলায় বাংলার পরিযায়ী শ্রমিক খুন সম্বলপুরে, হত ১, আহত ২

বিজেপি রাজ্যে নৃশংস খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক(Bengal Migrant Workers)। বাংলাদেশি তকমা দিয়ে বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের উপর...

পণ্ডিত মদনমোহন মালব্যর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মদনমোহন মালব্যর (Madan Mohun Malbiya) জন্মদিবসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

২৫শে ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Bajpeyee) জন্মবার্ষিকী আর সেই উপলক্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে...