Saturday, November 8, 2025

নেতাজি জন্মজয়ন্তীতে শুভেন্দুর উস্কানিমূলক মন্তব্য, কড়া নিন্দায় তৃণমূল

Date:

Share post:

বাংলাকে অশান্ত করাই যে বিজেপির সুপ্ত বাসনা, মঙ্গলবার তা প্রকাশ করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন প্রকাশ্যেই আমজনতাকে উস্কানি দেন তিনি। বলেন, আগামিদিনে আগুন জ্বলবে বাংলায়। তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, বাংলায় অশান্তি ছড়াতে নিরন্তর চক্রান্ত করে চলেছে বিজেপি।

যাঁরা ডিএ বৃদ্ধির দাবি তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন, তাঁদের সরাসরি উস্কানি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এই আন্দোলনকারীদের সঙ্গে যদি কোনও অঘটন ঘটে, তাহলে বাংলা জুড়ে আগুন জ্বলবে। এখানে যত ফ্লেক্স আছে, খুলে ফেলুন এবং নবান্ন অভিযানের ডাক দিন। আমি আপনাদের একথা বলছি। আমি সেখানে আপনাদের সঙ্গে থাকব।’’

প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই শুভেন্দু অধিকারীরই নেতৃত্বে আরও একটি নবান্ন অভিযান হয়েছিল। সেই ঘটনায় বিজেপির গুন্ডারা পুলিশের গাড়িতে আগুন ধরিয়েছিল, কর্তব্যরত পুলিশকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়েছিল।

শুভেন্দু অধিকারীর এই অতীব প্ররোচনামূলক মন্তব্যের তীব্র সমালোচনা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‘শুভেন্দু অধিকারী আজ ডিএ আন্দোলনকারীদের মঞ্চে যান এবং বলেন, ‘আগুন জ্বলবে বাংলায়’! আমাদের আশঙ্কা, বাংলাকে অশান্ত করতে কোনও গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। শুভেন্দু আগেও একাধিকবার বাংলার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা করেছেন। আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানের নামে বিশৃঙ্খলা সৃষ্টি এবং তাতে তিনজনের প্রাণহানি থেকে শুরু করে সম্প্রতি আমজনতাকে প্ররোচিত করতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ভুয়ো তথ্য পেশ – শুভেন্দু বারবার এমনটা করেছেন।’’

কুণাল ঘোষ আরও বলেন, সংশ্লিষ্ট আন্দোলনকারীরা আসলে রাজ্যে বিরোধী নেতাদের হয়ে তাঁদের ধরনা চালিয়ে যাচ্ছেন। কুণালের বক্তব্য, ‘‘কেন্দ্রীয় সরকার যে বাংলার হকের বিপুল টাকা আটকে রেখেছে, তা নিয়ে এই আন্দোলনকারীরা কিছুই বলছেন না। অথচ, মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের সীমিত সাধ্যের মধ্যেই তাঁদের দাবি পূরণের প্রয়াস করেছেন।’’

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য মঙ্গলবার তাঁরও সমালোচনা করে তৃণমূল নেতৃত্ব। ঘটনাটি ঘটে বালুরঘাটে আয়োজিত বিজেপির একটি কর্মসূচিতে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মানুষের নিরাপত্তাকে উপেক্ষা করে আত্রেয়ী নদীতে পূজা। সুকান্ত মজুমদার নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে ব্যর্থ। যার জেরে একটি ড্রোন একজন মহিলা সহ ৩ জন গুরুতর আহত হয়।”

তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, এগুলে শুধুই হাওয়া গরম করার চেষ্টা। এভাবে বাংলার মানুষকে ভুল বোঝানো যাবে না।

 

 

spot_img

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...