Tuesday, August 26, 2025

কেন্দ্রের গৈরিকীকরণ মানব না! সভামঞ্চ থেকে গর্জে উঠলেন মমতা

Date:

Share post:

কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, পূর্ব বর্ধমানের (Bardhawan) সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন তিনি। বলেন, বিনা পয়সায় আমরা রেশন দিই। মা মাটি মানুষের সরকার দেয়, তৃণমূল সরকার দেয়। কেন্দ্র সরকার রাজনৈতিক ঠুঁটো জগন্নাথ।তাদের বাক্স একদিন ফুটো হয়ে যাবে। কেন্দ্রের গৈরিকীকরণ নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “আমাদের জিএসটির টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র। আবার বলছে বলছে ঘরে ঘরে জল দিচ্ছি। আমরাই পাইপ কিনছি, জল সরবরাহ করছি, সব করছি আর ওরা মিথ্যা বলছে ভোটের জন্য। কিন্তু মিথ্যা কথা বলে পার পাবে না। সবটাই আমরা করছি আর ওদের কাজ কেবল আমায় গালি দেওয়া।“ মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকারের প্রাপ্য শেয়ার আমাদের দেয় না। তা বলে আমরা দুর্বল নই। ২০২২-২০২৩-এ এক টাকাও দেয়নি। আমরা ৪০ দিনের কাজ করিয়েছি।“

এরপরেই কেন্দ্রের গেরুয়া রং ও লোগোর ফতোয়া নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, “ওরা বলছে টাকা দেবো না, সব গেরুয়া রং করতে হবে। বলছে ৬ মাসের জন্য চাল দেবে। ব্যাগে ওদের ছবি থাকবে। আমি হতে দেবো না।“

মঙ্গলবারের পরে বুধবারও নেতাজি জয়ন্তীতে জাতীয় ছুটি না দেওয়ার বিষয় নিয়ে সরব হন মমতা। বলেন, “ধর্মের জন্য ছুটি দিচ্ছ। আর নেতাজির জন্মদিনে ছুটি নেই। তাঁর মৃত্যুদিন কবে আজও জানলাম না। লজ্জা লজ্জা। বাংলার মনীষীদের নিয়ে অনেক অসম্মান করেছে। অসম্মান করলেই আমরা রুখে দাঁড়াবো।“

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বর্ধমানে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, মলয় ঘটক, স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিধায়করাও। ছিলেন মুখ্যসচিব-সহ একাধিক আধিকারিক। ছিলেন পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক। মঞ্চের পাশে শিল্পীদের স্টলও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...