Sunday, August 24, 2025

জ্ঞানবাপী মসজিদ সমীক্ষার রিপোর্ট পাবে হিন্দু – মুসলিম দুপক্ষই!

Date:

Share post:

জ্ঞানবাপী মসজিদ মামলার (Gyanvapi Masjid) সমীক্ষার রিপোর্ট নিয়ে বড় সিদ্ধান্ত নিল বারাণসী জেলা আদালত (District Court of Varanasi)। গত বছরের ২১ জুলাই বারাণসী জেলা আদালতের বিচারক হিন্দু পক্ষের আবেদন মেনে জ্ঞানবাপী মসজিদের ‘সিল’ করা এলাকার বাইরে ASI-কে সমীক্ষার অনুমতি দেন। এরপর গত ডিসেম্বরে আদালতে মুখবন্ধ খামে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার রিপোর্ট পেশ করে আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (Archaeological Survey of India)। সেই রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য হিন্দু পক্ষের তরফে আবেদন করা হয়। সেই মামলার শুনানি পর্বের শেষে গত ৬ জানুয়ারি রায় ঘোষণা স্থগিত রাখার কথা ঘোষণা করেছিলেন জেলা বিচারক। আজ অজয়কুমার জানান, জ্ঞানবাপী মসজিদে যে বৈজ্ঞানিক সমীক্ষা করা হয়েছিল তার রিপোর্ট হিন্দু এবং মুসলিম পক্ষকে দেওয়া হবে।

ASI রিপোর্ট পেশ করার পরই হিন্দুত্ববাদী পক্ষের তরফে সেই রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল। বুধবার রায় ঘোষণার পরে খুশি প্রকাশ করেন হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন। এর আগে এলাহাবাদ হাইকোর্ট যখন এএসআই-কে সমীক্ষার অনুমতি দেয় তখন তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। গত ২৪ জুলাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ ৪৮ ঘণ্টার জন্য বারাণসী জেলা আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দেন। ৪ অগস্ট থেকে মসজিদ চত্বরের ‘সিল’ করা এলাকার বাইরে সমীক্ষার কাজ শুরু করে এএসআই-এর বিশেষজ্ঞ দল। আদালত ৫ অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেও এর আগে দু’দফায় আবেদন জানিয়ে সমীক্ষার সময়সীমা বাড়িয়ে এএসআই (ASI) গত ১৮ ডিসেম্বর সম্পূর্ণ রিপোর্ট জমা দেয় ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ। আজ রায় ঘোষণায় দুপক্ষকেই সমীক্ষার রিপোর্ট দেওয়ার কথা জানালো আদালত।

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...