আগামী শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল মিলবে না

এই জল বন্ধ থাকার বিষয়টি এরিয়া ভিত্তিতে জনপ্রতিনিধিদের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। আগাম বিকল্প ব্যবস্থা রাখতে বলা হয়েছে

গার্ডেনরিচ জল পরিশোধন প্রকল্পের জল সরবরাহকারী পাইপগুলির বেশ কয়েকটি জায়গায় ত্রুটি মেরামত, নতুন ভালভ প্রতিস্থাপন ও রক্ষণাবেক্ষণ এবং একাধিক বুস্টার পাম্প মেরামত করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। যে কারণে আগামী ২৭ জানুয়ারি শনিবার গার্ডেনরিচ প্রকল্প থেকে বেহালা, রানিকুঠি, গড়ফা,কালীঘাট,চেতলা, বাঁশদ্রোনী, সেনাপল্লী, লালকা,পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ রাখা হবে। এর প্রভাব পড়বে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে।
৮ থেকে ১৪ বরোর সবকটি ওয়ার্ডে জল বন্ধ থাকবে। অর্থাৎ টলিগঞ্জ, যাদবপুর, চেতলা, বেহালা, গড়িয়াহাট, কসবা, দক্ষিণ কলকাতার ই এম বাইপাস লাগোয়া ওয়ার্ডগুলির বাসিন্দারা শনিবার রাত পর্যন্ত আর জল পাবেন না। পরদিন অর্থাৎ রবিবার ২৮ জানুয়ারি থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে।

এছাড়া এই জল বন্ধ থাকার বিষয়টি এরিয়া ভিত্তিতে জনপ্রতিনিধিদের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। আগাম বিকল্প ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এই গোটা বিষয়ে জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায় বলেন, ‘‌গার্ডেনরিচ জল প্রকল্প থেকে জল সরবরাহের গতি বেড়েছে। উৎপাদন বেড়েছে। ফলে প্রকল্পের সঠিক রক্ষণাবেক্ষণ জরুরি। তাই মেরামতের কাজ করতে হয়। একটা দিন জল বন্ধ রেখে আমরা পুরো মেরামতের কাজের প্রক্রিয়া সম্পন্ন করি। আগামী শনিবার তাই ত্রুটি মেরামতের জন্য জল পরিষেবা বন্ধ থাকবে। রবিবার পরিস্থিতি স্বাভাবিক হবে।’‌

Previous articleAMU মামলা: সংসদে পাশ হওয়া সংশোধনী কেন মানবে না কেন্দ্র? প্রশ্ন প্রধান বিচারপতির
Next articleজ্ঞানবাপী মসজিদ সমীক্ষার রিপোর্ট পাবে হিন্দু – মুসলিম দুপক্ষই!