গাড়ির কাচ বন্ধ থাকলে মারাত্মক ঘটনা হত! দুর্ঘটনা নিয়ে আশঙ্কার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

গাড়ির কাচ বন্ধ থাকলে মারাত্মক ঘটনা ঘটতে পারত। বর্ধমান থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মাথায় চোট পাওয়ার ঘটনা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, প্রশাসনিক সভা সেরে কলকাতা ফেরার পথেই দুর্ঘটনাগ্রস্ত হয় মুখ্যমন্ত্রীর গাড়ি। মাথায় চোট পান তিনি। ফিরেই নবান্ন যান, সেখান থেকে রাজভবন। রাজ্যপালের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ‘‘একটা গাড়ি আমার কনভয়ে আচমকা ঢুকে পড়ে। ২০০ কিলোমিটার বেগে ওই গাড়িটা যাচ্ছিল। আমার চালক জোরে ব্রেক কষে। পুরো ড্যাশবোর্ডটা এসে আমার মাথায় লেগেছে।’’ বৈঠক ভালো হয়েছে। ২৬ জানুয়ারি রাজভবনে আসবেন বলেও জানান মমতা।

প্রায় ৪৫ মিনিট সিভি আনন্দ বোসের (CV Anand Bose) সঙ্গে বৈঠকের পরে রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যপালের সঙ্গে তাঁর সদর্থক বৈঠক হয়েছে। ২৬ জানুয়ারি আবার আসবেন। এরপরেই দুর্ঘটনা সম্পর্কে প্রশ্ন করেন সাংবাদিকরা। বুধবার, ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করেই বর্ধমানে যান মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের শেষে হেলিকপ্টারে করে বর্ধমান থেকে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টার উড়তে পারেনি। সেই পরিস্থিতিতে গাড়ি করেই কলকাতায় উদ্দেশে রওনা দেন। বড় রাস্তায় মুখ্যমন্ত্রীর গাড়ি ওঠার সময়, আচমকা অন্য একটি গাড়ি সামনে চলে আসে। ফলে ব্রেক কষেন চালক। তার জেরে জোরে ঝাঁকুনি হয়। কপালে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, ”আজ প্রায় মরেই যেতাম। আমার গাড়ির সামনে একটা গাড়ি চলে এসেছিল। প্রায় ২০০ কিমি বেগে। ড্যাশবোর্ডে মাথা ঢুকে গিয়েছে। মাথায় কেটে গেছে, একটু রক্ত বেরিয়েছিল। এখনও মাথা ঘুরছে। বমি বমি ভাব আছে। জ্বর জ্বর লাগছে। ওষুধ খেয়েছি।”

মুখ্যমন্ত্রীর মাথায় ছোট ব্যান্ডেজ বাধা ছিল। তিনি জানান. মাথায় এখনও ব্যথা করছে। বলেন, ‘‘মাথাটা এখনও টনটন করছে। তাই নিয়েই কাজ করলাম। আমার হালকা ঠান্ডাও লাগছে। এখন একটু বাড়ি যাচ্ছি।’’

পরিস্থিতির সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, ‘‘আমার গাড়ির কাচ খোলা ছিল। যদি কাচ বন্ধ থাকত, আমার মৃত্যু হতে পারত। কাচ ভেঙে ড্যাশবোর্ড-সহ আমার সারা গায়ে ঢুকে যেত। মানুষের আশীর্বাদে বেঁচে গিয়েছি। আমি ওষুধ খেয়েছি। আপাতত হাসপাতালে যাচ্ছি না।’’

আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদ সমীক্ষার রিপোর্ট পাবে হিন্দু – মুসলিম দুপক্ষই!

কীভাবে মুখ্যমন্ত্রীর কনভয়ে গাড়ি ঢুকে পড়ল? কোনও নাশকতার চেষ্টা কি?/strong>

উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনেক সময়ে অনেকে অন্য কারও গাড়ি ব্যবহার করে। এর আগেও বিএসএফের পোশাক পরে আমার বাড়িতে গিয়েছিল। অনেকেই মিস ইউজ করে। পুলিশ তদন্ত করে দেখবে। আইনের হাতে ছেড়ে দিচ্ছি। এটা নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।’’

Previous article৬৫ যুদ্ধবন্দিকে নিয়ে ফেরার সময় ভেঙে পড়ল রাশিয়ার বিমান
Next articleতৃণমূলের সিদ্ধান্তকে সমর্থন, কংগ্রেসকে তোপ দেগে পাঞ্জাবেও সঙ্গে জোটে নারাজ আপ