প্রকাশিত হল আইএসএল ২০২৩-২৪-এর দ্বিতীয় লেগের সূচি। ৩১ জানুয়ারি থেকে শুরু আইএসএলের দ্বিতীয় লেগ। যেই ম্যাচে মুখোমুখি জামশেদপুর এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড । আইএসএলের প্রথম ডার্বি দেওয়া হয়েছে ৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় ডার্বি ১০ মার্চ। যুবভারতীতে কলকাতা ডার্বি শুরু হবে রাত ৭:৩০ থেকে। সাধারণ দর্শকদের সুবিধার্থে দ্বিতীয় পর্বের ম্যাচের সময় ৩০ মিনিট এগিয়ে সন্ধ্যে ৭.৩০টায় করা হয়েছে। ডাবল হেডারের ম্যাচগুলি যথাক্রমে বিকেল ৫টায় ও সন্ধ্যে ৭.৩০টায় করা হয়েছে।

লক্ষ্মীপূজার কারণে প্রথম পর্বের কলকাতা ডার্বি বাতিল হয়ে গিয়েছিল। সেই ম্যাচ দেওয়া হয়েছে ৩ ফেব্রুয়ারি। এটি মোহনবাগানের ঘরের ম্যাচ। ১০ মার্চ হবে দ্বিতীয় পর্বের কলকাতা ডার্বি। সেটি ইস্টবেঙ্গলের ঘরের ম্যাচ। আইএসএলের দ্বিতীয় পর্বে দুই প্রধানেরই প্রথম ম্যাচ শুরু হচ্ছে কলকাতা ডার্বি দিয়ে। এই মুহূর্তে আইএসএলের পয়েন্ট তালিকায় মোহনবাগান রয়েছে পাঁচ নম্বরে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। শেষ তিন আইএসএল ম্যাচে পরাজিত সবুজ মেরুন ব্রিগেড। পরিবর্তন হয়েছে দলের হেড কোচ। ইতিমধ্যে সুপার কাপ থেকেও বিদায় নিয়েছে মোহনবাগান দল। তবে আইএসএল জয়ের লক্ষ্যে আন্তোনিও লোপেজ হাবাসের দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্য দিকে ইস্টবেঙ্গল রয়েছে আট নম্বরে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১১।ইস্টবেঙ্গল শেষ তিনটি ম্যাচে ড্র করেছে। সুপার কাপের ফাইনালে উঠেছে লাল-হলুদ।
