হিন্দি ধারাবাহিকের (Hindi Serial) শুটিং চলাকালীন অগ্নিকাণ্ডের ঘটনা মুম্বইয়ের ফিল্ম সিটি (Film City, Mumbai) স্টুডিওতে। প্রত্যক্ষদর্শীরা বলছেন ধারাবাহিকের এক কর্মী একটি জ্বলন্ত দেশলাই কাঠি ছুড়েছিলেন, কিন্তু তা থেকে যে এত বড় বিপদ ঘটবে সেটা কেউ কল্পনাও করতে পারেননি। যেখানে জ্বলন্ত দেশলাই কাঠি পড়েছিল, তার আশেপাশে শুকনো ঘাস থাকায় মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে যায়। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ধারাবাহিকের কলাকুশলীরা।

‘ধ্রুবতারা’ (Dhruvtara) ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন বিপদ। যদিও অগ্নি নির্বাপক যন্ত্র থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ধ্রুবতারা ধারাবাহিকের পরিচালক বৈভব সিং, মূল চরিত্রে রয়েছেন অভিনেতা ঈশান ধাওয়ান ও রিয়া শর্মা। ধারাবাহিকের ক্রিয়েটিভ ডিরেক্টর জানিয়েছেন সকলেই সুরক্ষিত আছেন হতাহতের কোন খবর নেই।