Thursday, August 21, 2025

আমেরিকায় পড়তে গিয়ে রহস্যমৃ.ত্যু দিঘার ছাত্রের! পরিবারে শো.কের ছায়া

Date:

Share post:

আমেরিকায় (America) পড়তে গিয়ে রহস্যজনক মৃত্যু ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রের (Engineering Student)। আমেরিকায় (America) ন্যাসভিলে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বিনয়কুমার জানার (২৬) রহস্যমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুরের রামনগরের পিছাবনীর সটিলাপুর এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিনয়কুমার আমেরিকায় ন্যাসভিলে ইঞ্জিনিয়ারিং পড়তেন। তাঁর দিদি জানান, যেদিন ঘটনাটি ঘটে, তার এক ঘণ্টা আগেও মায়ের সঙ্গে কথা বলেছিলেন বিনয়।

হোয়াটস অ্যাপ ফ্যামিলি গ্রুপে হাসাহাসিও করেন। দিদি আরও জানান, বিনয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। তারপর থেকেই আর ফোনে বিনয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। পরে সেখানকার পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, ৬ জানুয়ারি আত্মহত্যা করেছেন বিনয়। এদিকে ছেলের মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছয় ১১ জানুয়ারি। তবে মৃত্যুর আসল কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, গত ৪ জানুয়ারি বিনয়ের জন্মদিন ছিল। বিদেশেই তাঁর বন্ধুরা মিলে কেক কেটে পার্টি করেন। পরে ৬ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। ২৭ জানুয়ারি বিনয়ের বাড়ি ফেরার কথা ছিল। বিনয় ফিরলেন বটে তবে কফিনবন্দি অবস্থায়। ছেলের এমন পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েছেন বিনয়ের বাবা অমল কুমার। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। ছেলের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না বৃদ্ধ। এদিকে শুক্রবারই বিনয়ের সৎকার্য সম্পন্ন করেন পরিবারের সদস্যরা।

বিনয়ের দিদি বলেন, ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। আমিও ফিরছিলাম। বাড়িতে সবাই খুব খুশি ছিল। ওর বিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছিল। আমরা ঠিক বুঝতেই পারছি না আসলে কী হয়েছে। কিন্তু বিদেশে ময়নাতদন্ত করে দেহ ফিরিয়ে আনতে আরও অনেকটা সময় লেগে যেত। বাবা-মা চাইছিলেন, তাড়াতাড়ি ফিরিয়ে আনতে।

 

 

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...