Friday, August 22, 2025

মাঝ সমুদ্রে জ্ব.লছিল ব্রিটিশ জাহাজ, ২২ ভারতীয়র প্রাণ বাঁচাল নৌসেনা

Date:

Share post:

শনিবার রাতে এডেন উপসাগরে (Aden) তেল ভর্তি ব্রিটিশ জাহাজে (Merchant Ship) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের শাসক গোষ্ঠী হুথি। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই জাহাজে ছিলেন ২২জন ভারতীয় এবং একজন বাংলাদেশি। ‘ডিস্ট্রেস কল’ পাওয়ার পরই ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস বিশাখাপত্তনম (ins visakhapatnam)-কে নিয়ে অভিযানে নেমেছিল ভারতীয় নৌ সেনা। এদিকে সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে টানা ৬ ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে এসেছে।

লোহিত সাগরে সম্প্রতিই বেড়েছে হুথি হামলা। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীকে অনেকে জলদস্যুও বলে থাকেন।বিগত কয়েক সপ্তাহে ভারত, আমেরিকা সহ একাধিক দেশের জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। এবার এডেন উপসাগরেও চলল হামলা। তবে হুথিরাই এই মিসাইল হামলা চালিয়েছে কি না, তা জানা যায়নি। এসওএস কলে সাড়া দেওয়ার জন্য ভারতীয় নৌ সেনা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন অভিলাষ রাওয়াত একটি ভিডিও শেয়ার করেছে। তাতে তিনি বলছেন, আমি ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তনমকে ধন্যবাদ জানাই। আচমকা আমাদের তেল ভর্তি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর একসময় আমরা এই আগুনের বিরুদ্ধে লড়াই করার সমস্ত আশা হারিয়ে ফেলেছিলাম। তখনই সমস্ত ঝুঁকি উপেক্ষা করে আমাদের সাহায্য করতে এগিয়ে আসে ভারতীয় নৌ সেনা বাহিনী।

এদিকে ভারতীয় নৌসেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে মার্লিন লুয়ান্ডা জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানো হয়। বাণিজ্যিক ওই জাহাজে তেল নিয়ে যাওয়া হচ্ছিল। তাতে মিসাইল হামলা চালানো হয়। খবর পেতেই সঙ্গে সঙ্গে ওই জাহাজের কাছে পৌঁছয় ভারতীয় নৌসেনা। আইএনএস বিশাখাপত্তনমে ১০ জন দমকলকর্মী গিয়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় ওই জাহাজের যাত্রীদের। যাতে ফের আগুন না লাগে, তার জন্য জাহাজটির উপরে নজর রাখছে আইএনএস বিশাখাপত্তনম।

 

 

 

 

spot_img

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...