Friday, August 22, 2025

“বাকি দাবিও পূরণ করব”, সিভিক ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বড় বার্তা মমতার

Date:

Share post:

রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির তত্বাবধানে লাটবাগানে প্রায় ৩০ হাজার সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে ফোনে বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলার সিভিক ভলেন্টিয়ারদের জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের অন্যান্য দাবিও পূরণ করা হবে।

এদিন সিভিক ভলেন্টিয়ারদের ওই অনুষ্ঠানে ফোনে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমান সরকার প্রায় দুই লাখ সিভিক ভলান্টিয়ারকে কাজ দিয়েছে। ৬০ বছরের পর তাঁদের অবসর। তাঁদের ৫ হাজার ৩০০ টাকা করে বোনাস দেওয়া হয়েছে। চাকরিরত অবস্থায় যদি এই সিভিক ভলান্টিয়ারদের মৃত্যু হয় সেক্ষেত্রে তাঁর পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে। আপনাদের বহু দাবি ইতিমধ্যেই পূরণ করা হয়েছে। অন্যান্য দাবিও পূরণ করে দেব।”

উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্য পুলিশ এবং কলকাতায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা একই সঙ্গে পুজোর বোনাস পাবেন। পুজোর বোনাসের ক্ষেত্রে তাঁদের কোনও তফাত থাকবে না। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্য পুলিশের অধীনে যে সিভিক ভলান্টিয়াররা রয়েছেন তাঁদের বাৎসরিক অ্যাডহক বোনাস বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয় সরকারের তরফে। সেখানে বলা হয় বাৎসরিক অ্যাডহক বোনাস ২ হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার ৩০০ টাকা করা হয়েছে। সরকারি এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পর উপকৃত হন কলকাতা ও রাজ্য পুলিশের এক লাখ ২৫ হাজার সিভিক ভলেন্টিয়ার।

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...