Thursday, August 28, 2025

চোপড়ায় পদযাত্রা মুখ্যমন্ত্রীর, রাস্তার দুপাশে জনতার উপচে পড়া উচ্ছ্বাস

Date:

Share post:

উত্তর দিনাজপুরের চোপড়ায় জনজোয়ারে ভাসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। পদযাত্রার মাঝেই প্রিয় ‘দিদি’কে দেখতে উচ্ছ্বাস সাধারণ মানুষের। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই মুহূর্তে উত্তরের জেলা সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার, শিলিগুড়ির পর মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। তার আগে আজ চোপড়ায় পদযাত্রার মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করেন তৃণমূল সুপ্রিমো। এদিন সকাল ১১ টা নাগাদ উত্তরকন্যা সচিবালয় থেকে ভিডিওকন হেলিপ্যাডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী (CM)। ঠিক ১১টা বেজে ৫ মিনিটে শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে চোপড়ার উদ্দেশে রওনা দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সহ প্রশাসনিক কর্তারা। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সাজো সাজো রব চোপড়ায়। আজ দুই দিনাজপুর মিলিয়ে মোট পাঁচটি কর্মসূচি (তিনটি পদযাত্রা এবং দুটি সভা) মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিন সকাল ১১ টা ২৮ মিনিট নাগাদ চোপড়ার অস্থায়ী হেলিপ্যাডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। হেলিকপ্টার থেকে নামার পর সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকেই পদযাত্রা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীকে দেখার জন্য রাস্তার দু’পাশে অসংখ্য মানুষের ভিড় চোখে পড়ে। দলীয় কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ প্রত্যেকের হাতেই ছিল প্ল্যাকার্ড, যেখানে একদিকে যেমন রাজ্য সরকারের থেকে প্রাপ্ত সুযোগ সুবিধার কথা উল্লেখ করা আছে, ঠিক তারই পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন চোপড়াবাসী। প্রায় দেড় কিলোমিটার রাস্তা জুড়ে যেভাবে মানুষ বাংলার ‘দিদি’কে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন তাতে চোপড়াবাসীর উদ্দীপনা চোখে পড়ার মতো। পদযাত্রার মাঝেই মহিলা কর্মী সমর্থক থেকে শিশু, যুবক থেকে বৃদ্ধ সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শেষ করে পৌনে বারোটা নাগাদ ইসলামপুরের উদ্দেশে রওনা দেন তিনি।


spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...