Sunday, August 24, 2025

‘জয় বাংলা’য় মুখরিত কৃষ্ণনগরের ভাতজংলা, মুখ্যমন্ত্রীর পদযাত্রায় বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

Date:

Share post:

সকাল থেকে রাত পর্যন্ত জেলা সফরের ব্যস্ততার মাঝেও অক্লান্ত মেজাজে বৃহস্পতিবারের সকালে কৃষ্ণনগরের ভাতজংলায় (Bhatjangla, Krishnanagar) পদযাত্রা করলেন বাংলার মুখ্যমন্ত্রী (CM of Bengal)। মেঘলা আকাশে শীতের দাপট একটু কম, কিন্তু দিদিকে কাছ থেকে ছুঁয়ে দেখার উন্মাদনার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার ঠিক ১১টা ৫ মিনিটে যখন সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman) বাজেট পেশ করছেন, তখন ভাতজংলা (Bhatjangla) মেতেছে বাংলার মুখ্যমন্ত্রীর জনসংযোগের সামিল হওয়ার জন্য। সফর সঙ্গী হিসেবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তো ছিলেনই এদিন মুখ্যমন্ত্রীর পদযাত্রায় পা মেলালেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। গত কয়েকদিনের মতোই এদিনও চেনা মেজাজে ধরা দিলেন জনতার মমতা।

এদিন কৃষ্ণনগর এবং শান্তিপুরে দুটি রোড শো করার পর প্রশাসনিক সভা সেরে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্না শুরু করার কথা রয়েছে তাঁর। এদিন কৃষ্ণনগরের জনতা বুক ভরা ভালোবাসায় ভরিয়ে দিলেন বাংলার নেত্রীকে।

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়া থেকে দিদির উন্নয়নে এগিয়ে যাওয়ার শ্লোগান মুখরিত হল গোটা রাস্তা জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনও দু’পাশে অপেক্ষারত সাধারণ মানুষের সঙ্গে হাত মেলালেন, কখনও আবার ছোট্ট শিশুকে কোলে তুলে নিয়ে আদর করলেন বেশ কিছুক্ষণ।

ব্যারিকেড থেকে বেরিয়ে এসে কেউ আবার রাস্তাতেই মুখ্যমন্ত্রীকে প্রণাম করলেন। হাসিমুখে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে মুখ্যমন্ত্রী এগিয়ে চললেন তাঁর গন্তব্যের দিকে। ভাতজংলায় উচ্ছ্বসিত জনতার মুখে তখন একটাই কথা, “দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি”।


spot_img

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...