Sunday, August 24, 2025

তৃণমূলকে চোর বলবেন না, সীমান্ত পাহারার দায়িত্বে কে? পাচার নিয়ে BSF-কে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

বুধবারের পরে বৃহস্পতিবার- পাচার নিয়ে BSF-কে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী তথা বংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, শান্তিপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন সীমান্ত পাহারার দায়িত্ব কার? একই সঙ্গে তাঁর হুঙ্কার, তৃণমূল কংগ্রেসকে (TMC) চোর বলবেন না।

এবারের সফরে বাংলার সীমান্তবর্তী জেলাগুলিতেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি রয়েছেন নদিয়ায়। বিস্তৃর্ণ অঞ্চল রয়েছে সীমান্ত। সেখানে গিয়েও ইনার পারমিট কার্ড থেকে শুরু করে পাচার- সব ইস্যুতেই সীমান্তরক্ষী বাহিনীকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। তোলেন এনআরসি ইস্যু।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বিএসএফের কার্ড দেওয়া রাজনৈতিক চাল। এই চালে বিশ্বাস করবেন না। অত্যাচার বাড়ছে আর নতুন করে একটা বিএসএফের কার্ড দিচ্ছে যেটা তারা দিতে পারে না। আমি ডিএমদের বলব ইনার লাইন পারমিশন দিতে হলে প্রশাসনিক কর্তারা দেবেন, কিন্তু BSF দেবে না। কাজ করে ভিডিও দেবে এইচডি ও দেবে। কিন্তু বিএসএফের কোনও অথরিটি নেই।

এরপরেই পাচার নিয়ে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, ওদের বর্ডার পাহারা দেওয়া  কাজ। ওরা চিৎকার করছে, পাচার, পাচার। তুমি বিহার. উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে গরু পাঠাবে, আর দোষ হবে আমাদের। কয়লা কাদের আন্ডারে? তোমরা চুরি করা বেড়াবে, আর দোষ হবে আমাদের! তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে!

 

সুর চড়িয়ে তৃণমূল সভানেত্রী বলেন, আমাদের ছেলেমেয়েরা চোর নয়। হাতের পাঁচটা আঙুল একটা ছোট হয় একটা মোটা হয়। কেউ দোষ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। মা মাটি মানুষের সরকারকে চোর বলবেন না।

spot_img

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...