Saturday, August 23, 2025

গণবিবাহের ভুয়ো আয়োজন, টাকার লোভে মিথ্যে বিয়ের নাটক উত্তরপ্রদেশে!

Date:

Share post:

বিয়ের নামে সরকারি টাকা নয়ছয় করার অভিযোগ কেন্দ্রশাসিত ডবল ইঞ্জিন রাজ্যে! বিয়ে নিয়ে দুর্নীতি উত্তরপ্রদেশে (Uttarpradesh) । কাঠগড়ায় যোগীরাজ্যের সরকারি আধিকারিকরা। দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের বালিয়া জেলার একটি ভিডিও রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। ভাইরাল ক্লিপিংসে (ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ) দেখা যায় ‘বর’ ছাড়াই বিয়ের পিড়িতে সারি সারি ‘কনে’। গাঢ় কমলা রঙের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে গণবিবাহের (Mass Marriage) আসরে নিজেরাই নিজেদের গলায় মালা পরাচ্ছিলেন। এটা কী ধরনের বিয়ে, প্রশ্ন উঠতে শুরু করেছিল নেট দুনিয়ায়। বিষয়টি নজরে আসতেই তদন্তে নামে স্থানীয় প্রশাসন। আর তারপরেই জানা যায়, সরকারি টাকা পাওয়ার লোভে মিথ্যে বিয়ের নাটক হল যোগীরাজ্যে (Adityanath Yogi State)।

গ্রামবাসীদের অভিযোগ, সরকারি টাকা পাওয়ার লোভে ভুয়ো গণবিবাহের আয়োজন করা হয়েছিল। আদৌ কারও বিয়ে হয়নি সেখানে। এমনকি মহিলাদের ভিড়ে শাড়ি পরে অনেক পুরুষও ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। গণবিবাহের আসরে ৫৬৮ জন যুগলের নাম বিয়ের জন্য নথিভুক্ত করা হয়েছিল। সরকারের তরফে প্রতি যুগলের ৫১ হাজার টাকা করে ধার্য করা হয়েছিল। বিয়ে সম্পন্ন হলে ৩৫ হাজার টাকা সোজা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে বলে জানানো হয়। এছাড়া প্রায় দশ হাজার টাকার বেশি বর কনের প্রাপ্য বলে ঘোষণা করা হয়। উপহার আর সরকারি টাকার লোভেই মিথ্যে বিয়ের নাটক বলে জানা যাচ্ছে। কিন্তু বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যে এত বড় একটা চক্রান্ত কি সরকারি আধিকারিকদের অজান্তেই ঘটে গেল নাকি তারা সব জেনেই এই আর্থিক দুর্নীতিতে সামিল? আট জন মহিলা সহ অ্যাডিশনাল ডেভেলপমেন্ট অফিসার সুনীর কুমার যাদবের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আর কারা কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত আছেন তার তদন্ত শুরু হয়েছে।


spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...