Sunday, November 9, 2025

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম ডার্বিতে নেমেছিলো ইস্টবেঙ্গল এফসি-মোহনবাগান সুপার জায়েন্ট। এই ম্যাচের ফলাফল থাকে ২-২ গোলে ড্র। এগিয়ে থেকেও সবুজ-মেরুনের বিরুদ্ধে ড্র করে লাল-হলুদ। এই ম্যাচ শেষে রেফারিং নিয়ে বিস্ফোরক বাগান কোচ হাবাস। সঙ্গে হুগো বৌমাসকে নিয়েও দিলেন না কিছু উত্তর।

২) জেতা ম্যাচে পয়েন্ট ভাগ করে ফেরে কার্লোস কুয়াদ্রাতের দল। আর এর ফলে ক্ষুব্ধ লাল-হলুদ কোচ। বাগান কোচের মতন তিনিও প্রশ্ন তুললেন রেফারিং নিয়ে। তাঁর মতে, আগেই নন্দকুমারকে ফাউল করেছিলেন সাহাল আব্দুল সামাদ। ফলে সেটি পরিষ্কার ফাউল। পাশাপাশি জানালেন, এই ম্যাচ থেকে তাঁরাই তিন পয়েন্টের আসল দাবিদার ছিলেন। খারাপ রেফারিং-এর কারণে তা পেলাম না।

৩) কাজে এলো না অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েলের দুরন্ত ইনিংস। মুম্বইয়ের বিরুদ্ধে ইনিংস এবং ৪ রানে হারলো বাংলা দল। এই হারের ফলে নক-আউটে ওঠার রাস্তা কঠিন হয়ে গেল বঙ্গ ব্রিগেডের সামনে। রঞ্জিট্রফির ম্যাচে প্রথম ইনিংসে মুম্বই তোলে ৪১২ রান। তার বদলে বাংলা প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৯৯ রানে। ফলো অন করায় মুম্বই। ২১৩ রান দরকার ছিল ফলো অন বাঁচানোর জন্য। কিন্তু ৪ রান বাকি থাকতেই ইনিংসে হেরে যায় বঙ্গ ব্রিগেড।

৪) ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের জন্য দরকার ৯ উইকেট। ইংরেজদের দরকার ৩৩২ রান। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৬৭। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুরন্ত ইনিংস শুভমন গিলের। ১০৪ রান করেন তিনি। শুভমনের ব্যাটে ভর করেই দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের সামনে লক্ষ্য রাখে ৩৯৮।

৫) অবশেষে প্রতিক্ষার অবসান। ব্যাটে রান পেলেন শুভমন গিল। গত শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে রান পেলেন শুভমন গিল। এদিন শুভমনের ব্যাটে ভর করে বড় রানের সামনে টিম ইন্ডিয়া। ইংরেজদের বিরুদ্ধে ১০৪ রানের ইনিংস খেলেন শুভমন।

আরও পড়ুন – ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে কী বললেন গিল?

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...