Monday, August 25, 2025

আসানসোলে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু, কেন বিভ্রান্তিমূলক কথা বলছেন অগ্নিমিত্রা?

Date:

Share post:

আসানসোলে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিভ্রান্তি চরমে।ঘটনার সূত্রপাত সোমবার সকালে। রাজেশ তুরী ও বিনোদ ভুঁইঞা নামে দুজনের দেহ উদ্ধার হয় রানিগঞ্জের আমরাসোতা এলাকায়। পরিবারের অভিযোগ, প্রাতঃভ্রমণে বেরিয়ে খোলা মুখ খনিতে পড়ে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশের দাবি, খনি থেকে নয়। তাঁদের বাড়ি থেকেই মৃতদেহ দুটি পাওয়া গিয়েছে। তাই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

মৃতদের বাড়িতে যান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। দুই পরিবারের সঙ্গে কথা বলে একরকম বয়ান দেন তিনি। আবার পুলিশের কাছে নালিশের সময় অন্য কথা বলেন। তাঁর দুরকম বক্তব্যে বিভ্রান্তি চরমে। কারণ, কেন তিনি নানান কথা বলছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।প্রথমে বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, ওরা রাতে কয়লা আনতে গিয়ে চাপা পড়ে মারা গিয়েছে। পরিবারের লোক ভয়ে মুখে কোনও কথা বলছে না। ক্ষতিপূরণের দাবিতে ইসিএলের উপর চাপ সৃষ্টি করতে হবে।আমরাসোতা থেকে বেরিয়ে অগ্নিমিত্রা সটান বাঁশরায় এরিয়া এজেন্ট অফিসে যান। সেখানে তখন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এবং সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন।অগ্নিমিত্রাকে দেখে তাঁরা ‘মোদি হঠাও, দেশ বাঁচাও’ স্লোগান দিতে শুরু করেন।

এরিয়ার জেনারেল ম্যানেজার অনিল সিংয়ের সঙ্গে কথা বলেন বিধায়ক। জিএম পালটা প্রশ্ন করেন, কেন বহিরাগতরা ইসিএলের খনিতে ঢুকবে? এর পর পুলিশও জানায়, খনিতে নয়, ওই দুজনের দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। পুলিশের সঙ্গে কথা বলার পর অগ্নিমিত্রা নিজের বক্তব্য পালটে ফেলেন। জানান, দুই শ্রমিকের মৃত্যু খনিতে হয়নি। তা সত্ত্বেও খোলা মুখ খনিগুলির নিরাপত্তা আরও বাড়ানো দরকার।এরপরই বিভ্রান্তি ছড়ায়। কেন বিধায়ক কয়েক ঘণ্টার মধ্যে নিজের বক্তব্য থেকে সরে এলেন., তা নিয়ে প্রশ্ন উঠেছে।

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...