Sunday, November 9, 2025

SLST চাকরি জট খোলার আর্জি, হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বৈঠক কুণালের

Date:

Share post:

চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে ফের মানবিক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ভূমিকা নিলেন কুণাল।
এদিন তিনি কলকাতা হাইকোর্টে গিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে দেখা করেন।

ঠিক কী বিষয় সাক্ষাৎ? কী আলোচনা হল?
কুণাল জানিয়েছেন, এসএলএসটি শরীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের তরফে তিনি অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করে মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলেন। চাকরিপ্রার্থীদের আইনি জট খোলার অনুরোধগুলি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে জানান কুণাল। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক জানান, “এসএলএসটি নবম-দশম শারীরশিক্ষা, কর্মশিক্ষা এই দুই বিভাগে কর্মপ্রার্থীদের যে জট রয়েছে তা নিয়ে আন্দোলনকারীদের কিছু বক্তব্য রয়েছে। সেগুলি আজ সম্মানীয় অ্যাডভোকেট জেনারেলকে জানিয়ে গেলাম। তিনি অত্যন্ত মন দিয়ে গোটা বিষয়টি শুনেছেন। আলোচনা খুবই সদর্থক হয়েছে। বাকিটা আইনের ব্যাপার।”

কুণাল আরও জানান, অ্যাডভোকেট জেনারেল তাঁকে আশ্বস্ত করেছেন যে, ৭ ফেব্রুয়ারি মামলার শুনানির দিন রাজ্যের পক্ষ থেকে সদর্থক ভূমিকা নেওয়া হবে। এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের সঙ্গেও প্রয়োজনে কথা বলবেন এজি।

আগামী বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলাটি ওঠার কথা। চাকরিপ্রার্থীদের তরফে কুণালকে অনুরোধ করা হয়েছিল, তিনি যেন তাঁদের হয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করে কথা বলেন। গতকাল, রবিবার তৃণমূল ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছিলেন কুণাল। এই চাকরিপ্রার্থীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী তাঁদের চাকরির ব্যবস্থা করে দিলেও, অযোগ্যদের দিয়ে মামলা করিয়ে একাংশ বিরোধী আইনজীবী তা আটকে রেখেছেন। এই জট খোলার জন্যই তাঁরা সকলের কাছে আর্জি জানাচ্ছেন। তারপর আজ সোমবার তিনি কিশোর দত্তের সঙ্গে হাইকোর্টে গিয়ে দেখা করেন।

প্রসঙ্গত, এর আগে কুণাল চাকরিপ্রার্থীদের চাকরি প্রার্থীদের অনুরোধ মেনে তাঁদের প্রতিনিধি হিসাবে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দু’দুবার বৈঠকে হাজির ছিলেন।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...