Thursday, December 4, 2025

গণতন্ত্রের হত্যা: চণ্ডীগড় মেয়র নির্বাচন প্রসঙ্গে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

চণ্ডীগড় মেয়র নির্বাচন ‘গণতন্ত্রের হত্যা’। এমনই মন্তব্য করে নির্বাচনের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। এদিন মামলার শুনানিতে শীর্ষ আদালতের ৩ সদস্যের বেঞ্চের তরফে জানানো হয়, ‘ভিডিওতে প্রিসাইডিং অফিসারের কর্মকাণ্ড স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা গণতন্ত্রণের উপহাস। যা ঘটেছে তাতে আমরা হতবাক। এভাবে গণতন্ত্র হত্যার অনুমতি দিতে পারি না।’ পাশাপাশি ওই অফিসারকে নোটিশও জারি করা হয়েছে।

চণ্ডীগড়ে নতুন মেয়র নির্বাচনের দাবিতে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপ কাউন্সিলরের আবেদনের ভিত্তিতে সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সভাপতিত্বে বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, ওই প্রিসাইডিং অফিসারকে স্পষ্টভাবে দেখা গিয়েছে ব্যালট পেপারগুলিকে বিকৃত করতে। ওই অফিসারের বিরুদ্ধে মামলা করা উচিৎ নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার জন্য।” মামলার শুনানিতে গোটা ঘটনার ভিডিও দেখে প্রধান বিচারপতি বলেন, “এটা স্পষ্ট যে তিনি ব্যালট পেপার নষ্ট করেছেন। ওনার বিরুদ্ধে বিচার হওয়া দরকার। সলিসিটর সাহেব, এটা গণতন্ত্রের উপহাস এবং গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আমরা আতঙ্কিত। একজন রিটার্নিং অফিসারের এই আচরণ? নীচে যেখানে ক্রস আছে, তিনি সেটি স্পর্শ করেন না এবং যখন এটি শীর্ষে থাকে তখন তিনি এটি পরিবর্তন করেন। দয়া করে রিটার্নিং অফিসারকে বলুন যে সুপ্রিম কোর্ট তাকে দেখছে।”

গোটা ঘটনায় আদালত অভিযুক্ত রিটার্নিং অফিসার অনিল মসিহকে নোটিশ জারি করেছে এবং নির্দেশ দিয়েছে পুরনির্বাচনের পুরো রেকর্ড হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার জন্য। আদালত জানায়, “ব্যালট এবং ভিডিওগ্রাফি সংরক্ষণ করা হোক।” পাশাপাশি, চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৭ ফেব্রুয়ারির সভা পরবর্তী তারিখ পর্যন্ত স্থগিত করা হবে। কাগজপত্রগুলি আজ (সোমবার) বিকাল ৫ টার মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি, চণ্ডীগড়ের মেয়র পদের নির্বাচনে আপ-কংগ্রেস জোট এর ৮ টি ভোট কোনো কারণ না দেখিয়ে প্রিসাইডিং অফিসার দ্বারা অবৈধ ঘোষণা করে বিজেপি প্রার্থী মনোজ সোনকরকে বিজয়ী ঘোষণা করেছিল। আপ-কংগ্রেস জোট প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ আনে এবং প্রমাণস্বরূপ একটি ভিডিও প্রকাশ করে। মেয়র নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হয় আপ-কংগ্রেস জোট। কিন্তু হাইকোর্ট নির্বাচনের ফলাফলের উপর অবিলম্বে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। আম আদমি পার্টির (আপ) কাউন্সিলর কুলদীপ কুমার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানান।

spot_img

Related articles

বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানার ২২ জায়গায় বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে NIA-র তল্লাশি

বিহারের একাধিক জায়গায় উত্তরপ্রদেশ থেকে বেআইনি অস্ত্র এবং কার্তুজ পাচার করা হচ্ছে এবং এই নিয়ে চলতি বছরের শুরুতে...

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল, বাংলার বকেয়ার দাবিতে সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

বছরের পর বছর বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয়...

বিজেপি উস্কানিতে বাংলায় ধর্মীয় বিভাজনের রাজনীতি, হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল

বাংলার বুকে বাবরি মসজিদের নামে ধর্মীয় সুড়সুড়ানি কেন? মন্দির-মসজিদ বা যেকোনও ধর্মস্থান হতেই পারে, তা বলে বিতর্কিত বাবরি...

অপারেশনাল সমস্যায় জর্জরিত ইন্ডিগো, সমন পাঠালো DGCA 

দেশজুড়ে ব্যাহত ইন্ডিগো বিমান (Indigo Airlines) পরিষেবা, ভোগান্তি বাড়ছে যাত্রীদের। মঙ্গল এবং বুধের পর বৃহস্পতিতেও ছবিটা বদলালো না।...