Saturday, December 20, 2025

‘ষড়যন্ত্রকে হারিয়ে শীঘ্রই ফিরবেন’! বিবাহবার্ষিকীর দিনে স্বামীর এক্স হ্যান্ডেলে পোস্ট হেমন্ত জায়ার

Date:

Share post:

“খুব শীঘ্রই ষড়যন্ত্রকে হারিয়ে বাড়িতে ফিরে আসবেন তিনি”। বিবাহবার্ষিকীর (Anniversary) দিনে স্বামীর এক্স অ্যাকাউন্ট থেকে এমনই আবেগঘন পোস্ট ঝাড়খণ্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) স্ত্রী কল্পনা সোরেনের (Kalapana Soren)। বুধবার হেমন্তের এক্স হ্যান্ডলে কল্পনা লেখেন, ‘‘ঝাড়খণ্ডের অস্তিত্ব এবং পরিচয় রক্ষা করতে চান বলেই হেমন্তজি মাথানত করেননি। তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইকেই বেছে নিয়েছেন এবং নিজেকে উৎসর্গ করেছেন।’’

বুধবার ১৮তম বিবাহবার্ষিকী উদযাপনের জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিলেন হেমন্তের স্ত্রী কল্পনা। বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে কাটাতে না পারার যন্ত্রণা এদিন তাঁর পোস্টে স্পষ্ট। এদিন কল্পনা আরও লেখেন, ‘‘আজ আমাদের ১৮ তম বিবাহবার্ষিকী, কিন্তু হেমন্তজি পরিবারের সঙ্গে নেই। বাচ্চাদের সঙ্গে নেই। আমরা বিশ্বাস করি, তিনি এই ষড়যন্ত্রকে হারিয়ে বিজয়ী হবেন এবং খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসবেন। তিনি আরও লেখেন, আমি ঝাড়খণ্ডের এক জন সাহসী যোদ্ধার জীবনসঙ্গী। আজ আমি আর আবেগপ্রবণ হব না। হেমন্তজির মতোই আমি কঠিন পরিস্থিতিতেও মুখে হাসি বজায় রাখব এবং তাঁর সাহস ও সংগ্রামের শক্তি হয়ে উঠব।’’

ঝাড়খণ্ডে জমি কেলেঙ্কারি মামলায় গত ৩১ জানুয়ারি হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেএমএম নেতা। এদিকে বুধবার হেমন্তের গ্রেফতারির পর ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন জেএমএম নেতা চম্পই সোরেন। শুক্রবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর ১০ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে গত সোমবারই নতুন ইনিংস শুরু করেছেন চম্পাই সোরেন। আর একের পর এক রাজনৈতিক পালাবদলের মাঝে হেমন্তের বিবাহবার্ষিকীতে তাঁর স্ত্রীর পোস্ট ঘিরে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে।

 

 

 

spot_img

Related articles

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব বাড়লো অক্ষরের, ওয়াইল্ড কার্ডে চমক দিলেন ঈশান!

বছর ঘুরলেই ক্রিকেটপ্রেমীদের নজরে বাইশ গজে কুড়ি-কুড়ি বিশ্বকাপের লড়াই (T20 World Cup 2026)। পূর্ব ঘোষণা মতোই শনিবার ২০২৬...

We want East Bengal Back: মোদির সভায় কী বাংলাদেশ দখলের ডাক!

প্রতিবেশী বাংলাদেশে অস্থির পরিস্থিতি। রাজনৈতিক নেতা থেকে মৌলবাদী নেতারা বারবার ভারত-বিরোধী ডাক দিচ্ছেন। আক্রান্ত হচ্ছে ভারতের দূতাবাস। তা...

SIR-এ বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই! মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের

মতুয়া গড়ে এসআইআরে বাদ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম। সেই পরিস্থিতিতে রানাঘাটের মানুষের জন্য কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী...

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...