Friday, November 14, 2025

বিরোধীদের ষড়যন্ত্র, ভাইরাল অডিও ক্লিপ নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ সাংসদ-অভিনেতা দেব

Date:

Share post:

সাংসদ কোটার টাকার কমিশনের চাওয়ার অভিযোগ। ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গিয়েছে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম!দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার অভিযোগ, কণ্ঠস্বর ঘাটালেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের। যদিও অডিও ক্লিপটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করা হয়েছে বলে দাবি করেছেন শঙ্কর দলুই। অডিও ক্লিপ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন ঘাটালের সাংসদ দেব।তিনি বলেছেন,বিরোধীদের ষড়যন্ত্র।
প্রায় এক দশক আগে, প্রথমবার লোকসভা ভোটের ময়দানে নেমে যিনি এই কথাগুলো বলেছিলেন, সেই তৃণমূল সাংসদ দেব রাজনীতির স্বাদ বুঝেছেন।ভাইরাল অডিও ক্লিপ নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ সাংসদ-অভিনেতা দেব। এই ভাইরাল অডিও ক্লিপে দেবের নাম করা হচ্ছে! বলা হচ্ছে ৩০ শতাংশ কমিশনের কথা! যদিও এর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।ঘাটালের তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে জানিয়েছেন, ‘গলাটা শুনে যেটা লাগছে, ওটা হচ্ছে প্রাক্তন বিধায়ক আমাদের ঘাটালের শঙ্কর দলুইয়ের গলা।’
ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল প্রাক্তন বিধায়ক ও চেয়ারম্যান শঙ্কর দলুই বলেন, ‘আমি মনে করি, এই অডিও ভাইরালটা পুরো উদ্দেশ্যপ্রণোদিত এবং আমি এ সম্পর্কে আমার কিছু এ নেই এবং অনেক সময় অনেক কিছু ভাইরাল করার ক্ষেত্রে অনেক কিছু করা যায়।এটা কবেকার খবর, কীসের খবর আমি তাও জানি না।’পাল্টা প্রশ্ন তোলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। প্রশ্ন তোলেন, ‘কাকে বলেছে?’
সাংসদের তরফে বলা হয়েছে, হেনস্থা করার জন‌্যই পরিকল্পিতভাবে তাঁর এক বিরোধী এই ধরনের মিথ‌্যাচার-সহ ফোনে কথা বলেছেন, তারপর পরিকল্পনামাফিক সেটি বাজারে ছাড়া হয়েছে। যদিও অডিওতে দেবের গলা নেই। দেব গোটা বিষয়টি দলের নেতৃত্বকে জানিয়েছেন। তিনি যে এসবে তিতিবিরক্ত, সেকথাও তাঁর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সংসদে যোগ দিতে দিল্লি যান দেব। বুধবার তিনি ইনস্টাগ্রামে লোকসভায় তাঁর আসনটির ছবি পোস্ট করে লেখেন, “আর কয়েক ঘণ্টা।” এ নিয়ে প্রবল জল্পনা শুরু হয়। আজ, বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা দেবের।

spot_img

Related articles

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...