Friday, November 7, 2025

বিধানসভায় বিজেপি বেনজির ‘অসভ্যতা’! “এটা পার্টি অফিস না”, তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিধানসভায় বাজেট অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) বাজেট পেশের সময় বেনজির অসভ্যতা বিজেপি (BJP) বিধায়কদের। বারবার তাঁদের তুমুল হৈ হট্টোগোলে বাজেট পড়া বন্ধ করতে হয় চন্দ্রিমার। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Bandapadhyay) বারবার বলার পরেও কাজ না হওয়ায় ধৈর্যের বাঁধ ভাঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিরোধীদলকে তীব্র ভর্ৎসনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা বিজেপির পার্টি অফিস না। এটা বিধানসভা।’’

চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশের শুরু থেকে তীব্র তুমুল চিৎকার শুরু করেন বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়করা। স্পিকার বারবার, তাঁদের বোঝানোর চেষ্টা করেন, যে তাঁদের বলার সময় দেওয়া হবে। কিন্তু তাতেও তাঁরা থামেন না। এক সময় বিরক্ত হয়ে বাজেট পড়া বন্ধ রেখে বসে পড়েন অর্থ প্রতিমন্ত্রী। তাঁদের থামানোর চেষ্টা করেন বিধানসভার স্পিকার।

তার পরেও বিরোধীরা না থামলে উঠে বলতে শুরু করেন স্বয়ং মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বলেন, আপনারা চুপ করুন। এভাবে বিধানসভা চিৎকার করা যায় না। এটা বিজেপির পার্টি অফিস না। এটা বিধানসভা। মুখ্যমন্ত্রী মনে করান, গত সংসদ অধিবেশনে বিজেপি বিরোধীদের কণ্ঠরোধ করতে রেকর্ড সংখ্যক সাংসদকে সাসপেন্ড। কিন্তু মুখ্যমন্ত্রী জানান, সেটা তাঁর করবেন না। তবে বিজেপিকে বাংলা তথা বাঙালি বিরোধী বলে উল্লেখ করে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, বাংলার মানুষ দেখুক, কীভাবে তাঁদের জন্য রাজ্য সরকার কী করছে তা জানতে দিতে চায় না। মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরে কিছুটা গোলমাল থামে।

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...