Thursday, November 13, 2025

সবচেয়ে বড় কাটআউট! রেকর্ড গড়লেন অভিনেতা বিক্রম

Date:

Share post:

বেশ কয়েক বছর আগে কলকাতা জুড়ে একটা পোস্টার সকলকে অবাক করে দিয়েছিল, যেখানে লেখা ছিল ‘ এত বড়… সত্যি’। শুধু এইটুকু লেখা থাকায় অনেকেই ভেবেছিলেন বিজ্ঞাপনী চমক। তবে পরে জানা গেল সেই চমক ছিল দেশপ্রিয় পার্কের (Deshapriyo Park) সর্বোচ্চ দুর্গা প্রতিমার। তবে এবার শহরে আরও এক বড় কাট আউট! সেখানে অবশ্য পুজো নয় সিনেমার পোস্টার ঘিরে হইচই। আজ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)পরিচালিত বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) অভিনীত ‘পারিয়া’ (Pariah)। পথকুকুরদের কথা বলবে এই ছবি, তাদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ নিয়েই চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। গল্পের ভাবনার মতো এই ছবির প্রচারে টলিউড যে পদক্ষেপ নিল, তা বাংলায় কার্যত নজিরবিহীন। শহরের একটি শপিং মলের সামনে, ‘পারিয়া’-র প্রচারে তৈরি করা হয়েছিল নায়ক বিক্রমের একটি কাটআউট। বুধবার সেই ১১০ ফুটের কাটআউট দেখে হতবাক টালিগঞ্জ। রেকর্ড গড়লেন টলিউড অভিনেতা বিক্রম।

বক্স অফিস দখলের লড়াইয়ের মাঝে এবার অন্য যুদ্ধ শুরু। দক্ষিণ থেকে শুরু করে বলিউড (Bollywood),অনুরাগীদের বিশাল কাট আউট নিয়ে অলিখিত প্রতিযোগিতা রয়েছেই। দক্ষিণী ইন্ডাস্ট্রির ধাঁচে সাম্প্রতিককালে পাঠান বা জওয়ান সিনেমার কাট আউট নিয়ে চূড়ান্ত উন্মাদনা দেখা গেছে। এবার যেন সেই প্রতিযোগিতায় লেখাল বাংলা ইন্ডাস্ট্রিও! এখনও পর্যন্ত, ভারতে সবচেয়ে বড় কাটআউটের রেকর্ড রয়েছে কন্নড় অভিনেতা যশের। তাঁর জন্মদিনে, অভিনেতাকে শুভেচ্ছা জানানোর জন্য় ২৩৬ ফুটের একটি কাটআউট তৈরি করা হয়েছিল। দেশের বুকে এখনও পর্যন্ত সেটাই ‘সবচেয়ে বড়’। গত ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘সালার’ ছবির প্রচারের জন্য প্রভাসের একটি ১২০ ফুটের কাটআউট তৈরি করা হয়েছিল। তবে বাংলা বিনো দুনিয়ায় ১১০ ফুটের কাটআউট বেশ অভিনব।


spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...