Monday, May 19, 2025

রাজ্যের বাইরে থেকে আসা চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, জারি বিজ্ঞপ্তি

Date:

Share post:

এবার রাজ্যের বাইরে থেকে বাংলায় চিকিৎসা করতে আসা সব চিকিৎসকের রেজিস্ট্রেশন (registration) বাধ্যতামূলক করল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল (WBMC)। সেই সঙ্গে বেঁধে দেওয়া হল রেজিস্ট্রেশনের সময়সীমাও। চিকিৎসকদের পাশাপাশি ডাক্তারি পড়ুয়াদেরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল মেডিক্যাল কাউন্সিল।

বছরের প্রথমদিন থেকে রাজ্যের ডাক্তারদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে এবার আর শুধু বাংলার ডাক্তার নয়, রাজ্যের বাইরে থেকে আসা ডাক্তারদেরও সরকারি পোর্টালে নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক করে দিল মেডিক্যাল কাউন্সিল। শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের বাইরে থেকে আসা যে সব ডাক্তার রাজ্যের কোনও না কোনও প্রতিষ্ঠানে চাকরি করেন, অথবা নিয়মিত (regular) বা পর্যায়ক্রমে (periodic) বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাইভেট প্র্যাকটিস (private practice) করেন তাঁদের রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন ছাড়া বাংলার বাইরে থেকে এসে বাংলায় চিকিৎসা করার ওপর জারি হল নিষেধাজ্ঞা।

এর পাশাপাশি যারা বাংলার ভৌগোলিক সীমানার মধ্যে কোনও মেডিক্যাল সংস্থায় ডাক্তারি পড়ছেন তাঁদেরও রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক করল ডব্লুবিএমসি (WBMC)। আগামী তিনমাসের মধ্যে সকলের রেজিস্ট্রেশনের সময়সীমাও বেঁধে দেওয়া হল। এর ফলে বাইরের রাজ্য থেকে কত সংখ্যক ডাক্তার বাংলার ভৌগোলিক সীমানার মধ্যে এসে উপার্যন করছেন, তার একটি বিস্তারিত হিসাব যেমন রাজ্যের কাছে থাকবে। তেমনই কত পড়ুয়া এই রাজ্যে ডাক্তারি পড়ার জন্য আসে তারও হিসাব থাকবে। পরবর্তীকালে ভিনরাজ্যের ডাক্তারদের কোনও সমস্যায় বা রোগী সংক্রান্ত সমস্যায় এই পোর্টাল ও রেজিস্ট্রেশন দেখে পদক্ষেপ নেওয়া রাজ্য সরকারের পক্ষে সহজ হবে।

spot_img

Related articles

আর জি করের ধাঁচে ক্রাউড ফান্ডিং! ৮ কোটির হিসাব নেই শিক্ষকদের কাছে

চাকরিহারাদের আন্দোলনেও সেই আরজি কর স্টাইল। একইরকমভাবে ক্রাউড ফান্ডিং (crowd funding) করে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করতে ময়দানে...

ব্যাটারদের পাশে দাঁড়িয়ে বোলারদেরই দুষছেন রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়

এবারের আইপিএলে(IPL) চূড়ান্ত ব্যর্থ। গত ম্যাচেও পঞ্জাব কিংসের(PBKS) কাছে রাজস্থান রয়্যালসের(RR)। দলের এমন ব্যর্থতার পর আর চুপ থাকতে...

জঙ্গি নিধনের পর এবার বিপুল অস্ত্র উদ্ধার! সোপিয়ানে সাফল্য ভারতীয় সেনার

অপারেশন সিন্দুরের পর থেকে লাগাতার জম্মু ও কাশ্মীর-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দেখা গিয়েছে...

ইস্টবেঙ্গলে সই প্যালেস্তাইনের মহম্মদ রশিদের

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত সেটাই হল। ইস্টবেঙ্গলে(Eastbengal) এবার প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ(Mohammed Rashid)। আক্রমণ...