চলতি বছরে আরও এক ভারতীয় যুবকের মৃত্যু হল মার্কিন মুলুকে। এবারের ঘটনাস্থল ওয়াশিংটন স্ট্রিট (Washington Street)। যদিও মৃত বিবেক তানেজা(Vivek Taneja) পড়ুয়া ছিলেন না। পুলিশ সূত্রে জানা যায়, ভার্জিনিয়ার বাসিন্দা বিবেক ও তাঁর বোন গত ২ ফেব্রুয়ারি একটি জাপানি রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখান থেকে বেরোনোর সময় এক সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে বচসা বাঁধে। পরিস্থিতি গড়ায় হাতাহাতি পর্যন্ত, তারপরই বিবেককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। রাস্তায় পড়ে যাওয়ায় মাথায় গুরুতর আঘাত পান ওই যুবক। এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযুক্তকে ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও প্রশাসনের তরকে ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের গোড়া থেকেই আমেরিকায় একের পর এক ভারতীয় ছাত্রের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। কখনও শ্রেয়স রেড্ডি নামের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, তো কখনও আবার মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া বঙ্গ তনয় নীল আচার্যের দেহ মিলেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখানেই শেষ নয়, কদিন আগেই পার্ক থেকে এক ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। হাতুড়ি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল অপর এক ছাত্রকে। স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা ক্রমাগত বাড়তে থাকায় উদ্বেগ তৈরি হচ্ছে।
