যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তকে ক্ষমা করে দেওয়ায় বিরোধীদের প্রবল চাপের মুখে পদত্যাগের ঘোষণা প্রেসিডেন্টের। পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রথম মহিলা প্রেসিডেন্ট ক্যাটালিন নোভাক। রবিবার টেলিভিশনে তিনি নিজেই তাঁর পদত্যাগের কথা জানান।

প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ঘনিষ্ঠ প্রেসিডেন্ট ক্যাটালিন নোভাকের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরেই সরব হয়েছিল হাঙ্গেরির বিরোধী দল। গত শুক্রবার প্রেসিডেন্টের বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে বিরোধীরা। শেষপর্যন্ত রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দিয়ে নিজের পদত্যাগের কথা জানান নোভাক। এই প্রসঙ্গে তিনি জানান, প্রেসিডেন্ট হিসাবে এটাই আমার শেষ দিন। আমি আমার পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

আরও পড়ুন- পুলিশি তৎপরতায় দিল্লি এয়ারপোর্ট থেকে উদ্ধার ধূপগুড়ির নাবালিকা, প্রেম না পাচার!

পদত্যাগের ঘোষণার পাশাপাশি নিজের ভুল স্বীকার করে নোভাক জানান, যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তকে ক্ষমা করে দিয়ে আমি ভুল করেছি। আমার পদক্ষেপে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমাপ্রার্থী। শিশু ও তাদের পরিবারের সুরক্ষায় আমি তাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। এর আগে নোভাকের পদত্যাগের কথা জানিয়ে দেন দেশের আইনমন্ত্রী জুরিত ভার্গ।

২০২২ সালের মার্চে হাঙ্গেরির প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন নোভাক। ২০২৩ সালের এপ্রিলে ঘটে সেই বহু-বিতর্কিত ঘটনা। যৌন নিগ্রহে অভিযুক্ত ব্যক্তিকে অন্য আরও ২৪ জনের সঙ্গে ক্ষমা করে দেন প্রেসিডেন্ট। তা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়। নিজের কাজের পক্ষে যুক্তি সাজালেও শেষপর্যন্ত বিরোধীদের চাপে সরেই যেতে হল তাঁকে।