Sunday, January 11, 2026

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ! বাংলা থেকে রাজ্য়সভায় শমীক, আর কারা তালিকায়?

Date:

Share post:

লোকসভার আগেই রাজ্যসভার ভোট। চলতি মাসেই রাজ্যসভার নির্বাচন। রবিবার রাজ্য়সভার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যসভার নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। মোট ১৪টি আসনের তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে বাংলা থেকে রয়েছেন বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। রাজনৈতিক মহলের দাবি, লোকসভা ভোটের আগে রাজ্যসভায় বাংলা থেকে পরীক্ষিত নেতার উপরেই আস্থা দেখাল গেরুয়া শিবির। বর্তমানে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য।

রাজ্যসভায় পাঠানোর জন্য এদিন বিজেপি মোট ১৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ছত্তীসগড়, হরিয়ানা, কর্নাটক, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রার্থী রয়েছেন।

আরও পড়ুন- লক্ষ্য মতুয়া ভোটব্যাঙ্ক, রাজ্যসভায় মহিলা প্রার্থীর সংখ্যা বাড়িয়ে মাস্টারস্ট্রোক মমতার

উত্তরপ্রদেশ থেকে রাজ্য়সভায় যাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস থেকে বিজেপিতে আসা আরপিএন সিং, বিদায়ী সাংসদ সুধাংশু ত্রিবেদী। এছাড়া উত্তর প্রদেশের প্রতিনিধি হিসাবে প্রার্থী তালিকায় থাকছেন চৌধুরী তেজবীর সিং, সাধনা সিং, অমরপাল মৌর্য, সঙ্গীতা বলবন্ত এবং নবীন জৈন।

উত্তরাখণ্ড থেকে রাজ্য়সভায় যাচ্ছেন রাজ্য বিজেপির ইউনিট প্রেসিডেন্ট মহেন্দ্র ভাট।

কর্নাটক থেকে রাজ্যসভায় যাচ্ছেন নারায়ণ কৃশানাসা ভান্দাগে।

বিহার থেকে রাজ্যসভায় যাচ্ছেন ভিম সিং এবং ধর্মেশীলা সিং।

ছত্তীসগড় থেকে পাঠানো হচ্ছে রাজা দেবেন্দ্র প্রতাপ সিংকে।

হরিয়ানা থেকে প্রার্থী করা হয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুভাষ বার্লাকে।

প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভায় নির্বাচন। মোট ১৫টি রাজ্যের ৫৬টি আসনে নির্বাচন হবে।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...