Friday, January 9, 2026

খাস কলকাতায় পৈশাচিক যৌন নির্যাতনের শিকার নাবালিকা!

Date:

Share post:

১৭ বছরের মেয়েটাকে দিনের পর দিন ধর্ষণ (Rape) করে গেছে দাদা। এরপর একাদশ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করেছে প্রেমিক ও তাঁর বন্ধু। এইটুকু বয়সেই জীবনের এত বড় ট্রমা সহ্য করতে পারেনি নাবালিকা। কাউকে বলার মত পরিস্থিতি ছিল না তাই মুখ লুকোনোর ঠিকানা ছিল বান্ধবীর বাড়ি। চার দিন নিখোঁজ থাকার পর গোটা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষিকাকে ই-মেইলের মাধ্যমে জানায় ছাত্রী। স্কুল থেকে খবর যায় সরশুনা থানায় (Sarsuna Police)। অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

মেয়েদের জীবনে সবথেকে কাছের বন্ধু বাবা-মা। তাঁরা অকালে চলে যাওয়ায় কিশোরীকে বড় করে তোলার দায়িত্ব ছিল দাদার কাঁধে। ২৮ বছরের দাদার সঙ্গে সরশুনার সোনামুখী এলাকার ফ্ল্যাটেই থাকতেন নাবালিকা। ফেব্রুয়ারি মাসের ২ তারিখে নিজের বোনকে ধর্ষণ করেন অভিযুক্ত। লজ্জায় এই কথা কাউকে জানাতে পারেনি মেয়েটি। প্রেমিককে ভরসা করে সবটা বলার পর বন্ধুর উপস্থিতিতেই কিশোরীকে ফের ধর্ষণ করে ১৯ বছরের ওই যুবক। তারপর গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করে প্রেমিকের বন্ধু বলে অভিযোগ। তিনিও কুকর্মে সামিল। অসহায় নির্যাতিতা আতঙ্কে পাথর হয়ে যায়, মুখ লুকায় বান্ধবীর বাড়িতে। এ ঘটনা কোন গ্রাম বা মফস্বলের নয়, খাস কলকাতার বেহালা এলাকার। প্রধান শিক্ষিকার কাছ থেকে খবর পাওয়া মাত্রই বন্ধুর বাড়ি থেকে নির্যাতিতাকে উদ্ধার করে শিশু সুরক্ষা কমিশনে পাঠিয়েছে পুলিশ। ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেওয়ার ব্যবস্থা করা হলে সেখানে দাদার পাশাপাশি প্রেমিক ও তাঁর বন্ধুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ স্পষ্ট করে নাবালিকা। তাঁর ভিত্তিতে পকসো আইনে তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে সরশুনা থানা। অভিযুক্ত দাদা ও প্রেমিককে আলিপুর আদালতে পেশ করা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে, প্রেমিকের বন্ধু নাবালক হওয়ায় তাঁকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্যদের সামনে পেশ করা হয়।

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...