রাজ্যসভা নির্বাচনে বড় চমক দিল বিজেপি। আসন্ন নির্বাচনে গুজরাট থেকে প্রার্থী করা হলো বিজেপি রাজ্য সভাপতি জেপি নাড্ডাকে। অন্যদিকে মহারাষ্ট্রে দল বদলু নেতা মিলিন্দ দেওরা শিবসেনার তরফে রাজ্যসভায় প্রার্থী হয়েছেন। বিজেপি তরফে টিকিট পেয়েছেন মঙ্গলবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান।

বুধবার গুজরাট ও মহারাষ্ট্র থেকে রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানেই দেখা যাচ্ছে, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা গুজরাট থেকে প্রার্থী হচ্ছেন। সদ্য দলত্যাগী কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানকেও সে রাজ্য থেকে প্রার্থী করা হয়েছে। তবে শুধু বিজেপি নয়, শিবসেনার তরফে রাজ্যসভায় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে মিলিন্দ দেওরাকে। গত ১৪ জানুয়ারি কংগ্রেস থেকে শিবসেনা (শিণ্ডে শিবিরে) যোগ দেন তিনি। মোদিরাজ্যের বাকি তিনটি আসনের জন্যও নামপ্রকাশ করেছে কেন্দ্রের শাসকদল। তাঁরা হলেন, গোবিন্দভাই ঢোলকিয়া, মায়াঙ্কভাই নায়েক ও যশবন্ত সিং সালাম সিং পরমার। মহারাষ্ট্রের অন্য দুটি আসনের জন্য মেধা কুলকার্নি ও অজিত গোপচড্ডেকে প্রার্থী করেছে বিজেপি।

উল্লেখ্য, ১৫টি রাজ্যের মোট ৫৬টি রাজ্যসভা আসনে নির্বাচন। গত জানুয়ারি মাসেই এই ৫৬টি রাজ্যসভা আসনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনও। জানা গিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি এই ৫৬টি আসনের ভোটগ্রহণ হবে। এর মধ্যে ১৩টি রাজ্যের ৫০টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। আর দুই রাজ্যের ৬টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হবে ৩ এপ্রিল। পশ্চিমবঙ্গ ছাড়াও যে সব রাজ্যগুলোতে ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, কর্ণাটক, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ।
