Sunday, November 9, 2025

বিজ্ঞানের মডেল নিয়ে ‘অন্য’ সরস্বতী পুজো হুগলি কলেজিয়েট স্কুলে

Date:

Share post:

সরস্বতী পুজো মানেই শুধু সেজেগুজে ঘুরে বেড়ানো না, সত্যিকারের সরস্বতী আরাধনা যে নতুন কিছু শেখার মধ্যে দিয়েই হতে পারে সেটাই তুলে ধরল হুগলির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হুগলি কলেজিয়েট স্কুল। স্কুলের পুজো দেখতে আসা অসংখ্য স্কুল পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা দেখলেন এই স্কুলের পড়ুয়ারা সাধারণ জীবনে বিজ্ঞানের প্রয়োগকে কোন মার্গে পৌঁছে দিয়েছে।

এই স্কুলেরই বর্তমান ছাত্র অভিজ্ঞানকিশোর দাস একাধিক উদ্ভাবন ও প্রাপ্ত মেধাস্বত্ত্বের জন্য ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাওয়ার্ডস পেয়েছে ভারত সরকারের থেকে। দেশে শুধু সর্বকনিষ্ঠই নয়, এই পুরুস্কার অর্জন করার ক্ষেত্রে – বাঙালিদের মধ্যে সেই সর্বপ্রথম। কেন এই স্কুলের এক পড়ুয়া এই ধরনের জাতীয় পুরস্কার পেয়েছে সেটা এদিন নিজেই ব্যাখ্যা করল অভিজ্ঞান। তাঁর কথায়, “আমাদের স্কুলের মতনই প্রাচীন এই বিজ্ঞান প্রদর্শনীর ইতিহাস। এমন গুরুত্বপূর্ণ প্রদর্শনী স্কুলে হতো বলেই, আমার উদ্ভাবন যাত্রাকে সারা দেশে ও বিদেশে ছড়িয়ে দিতে পেরেছি। আশা করছি, আমাদের আগামী ছাত্রপ্রজন্মও এমনভাবেই আমাদের বিদ্যালয় সুনাম দেশে ও বিদেশে ছড়িয়ে দিতে পারবে।”

এদিনের প্রদর্শনীতে ২৫টির বেশি মডেল রাখা হয়েছিল। পড়ুয়ারা সবাইকে সেই সব মডেল কীভাবে কাজ করবে সুন্দরভাবে বর্ণনা করেন। এর মধ্যে অন্যতম ছিল ‘ইউনিভার্সাল সারফেস অ্যাটাচড লিকুইড কন্ট্রোলিং সিস্টেম’ যা তৈরি করেছে সপ্তম শ্রেণীর অর্কপ্রভ পাল। সে জানায়, “বর্তমানে হাসপাতালগুলোতে রোগীর বাড়তি চাপের জন্য নার্সিং পরিষেবা উপযুক্ত মানে দেওয়াটা একটা বড় সমস্যা। হঠাৎ করে যদি কোন চিকিৎসাধীন রোগীর স্যালাইন শেষ হয়ে যায় তৎক্ষণাৎ কর্তব্যরত নার্সের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে তার এই যন্ত্রটি”। এছাড়াও ছিল রান্নার ‘গ্যাস লিকেজ’ থেকে কীভাবে দুর্ঘটনা এড়ানো যায়, তা দেখানোর মডেলও। এককথায় এমন সব মডেল নিয়ে পড়ুয়ারা হাজির ছিল যা সচরাচর পড়ুয়াদের ক্লাসে পড়ানো হয় না।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...