Monday, August 25, 2025

চোপড়ায় যাবেন, বিজেপির বিরুদ্ধেও অভিযোগ শুনবেন রাজ্যপাল! জানাল তৃণমূলের প্রতিনিধি দল

Date:

Share post:

সন্দেশখালি নিয়ে অতিসক্রিয়, অথচ চোপড়া নিয়ে নিশ্চুপ!তারই জবাব চাইতে বিধানসভা থেকে পেয়ে হেঁটে রাজভবন গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। রাজভবনে প্রায় আধ ঘন্টা বৈঠক শেষে বাইরে আসে প্রতিনিধি দল। জানানো হয়, আলোচনা ইতিবাচক।

রাজ্যপাল চোপড়ায় যাবেন। প্রতিনিধি দলকে এমনই আশ্বাস দিয়েছেন আনন্দ বোস। চোপড়ার শিশুমৃত্যুর ঘটনা নিয়ে তাঁর কাছে স্মারকলিপি দিতে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য-সহ ৯ জন প্রতিনিধি। রাজ্যপালের সঙ্গে চোপড়া, বিএসএফ এবং সন্দেশখালির ঘটনা নিয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাৎ শেষে তৃণমূলের প্রতিনিধি দল জানায়, রাজ্যপালকে তাঁরা চোপড়ায় যাওয়ার জন্য আর্জি জানিয়েছেন। তাঁদের সেই আর্জির প্রেক্ষিতে রাজ্যপাল আশ্বাস দিয়েছেন, তিনি চোপড়ায় যাবেন। শুধু তাই-ই নয়, এই ঘটনা নিয়ে তাঁর কাছে দেওয়া তৃণমূলের স্মারকলিপি অনুযায়ী যা যা করণীয়, তাই করবেন।

চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। চোপড়ায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা হৃদয়বিদারক। সেখানে বিএসএফের নিষ্ক্রিয়তা দেখা গিয়েছে। মাননীয় রাজ্যপালকে জানালাম, আপনি এক বার চোপড়ায় যান। সেখানে গিয়ে তদন্ত করুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও বিষয়টি জানান।” চন্দ্রিমা ভট্টাচার্য আরও জানিয়েছেন, রাজ্যপাল তাঁদের কথা শুনেছেন। বিষয়টি মানবিক ভাবে উপলব্ধি করেছেন। পাশাপাশি, চোপড়ায় যাবেন বলও তিনি কথা দিয়েছেন।

কুণাল ঘোষ বলেন, রাজ্যপাল সফর কাটছাঁট করে সন্দেশখালি যাচ্ছেন, অথচ চোপড়া কেন যাচ্ছেন না? চোপড়ায় যাওয়ার জন্য রাজ্যপালকে অনুরোধ করবেন তাঁরা। সাক্ষাৎ শেষে তৃণমূলের প্রতিনিধি দলটি জানায়, চোপড়ায় যাওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। সন্দেশখালি নিয়েও রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দলটি। রাজ্যপালকে তাঁরা জানিয়েছে, সন্দেশখালি নিয়ে একতরফা রিপোর্ট এসেছে। রাজ্য প্রশাসনের কাছ থেকেও সন্দেশখালি নিয়ে রিপোর্ট চাওয়া হোক, সেটাও জানিয়ে এসেছেন তাঁরা। ওই প্রতিনিধি দলের চন্দ্রিমা বলেন, “রাজ্যপালকে জানিয়েছি, সন্দেশখালি নিয়ে রাজ্য প্রশাসনের কাছ থেকেও রিপোর্ট নিন। কোনও দিকে না তাকিয়ে যা হওয়া উচিত, তা করুন।”

অন্য দিকে, ব্রাত্য বলেন, “রাজ্যপাল বলেছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির দুর্বৃত্তরা নানা রকম গন্ডগোল করে বেড়াচ্ছে। বিজেপি যে সব কাণ্ড করছে রাজ্যে, সেগুলি সম্পর্কে আমরা যেন তাঁকে সময়মতো অবহিত করি।”

কুণাল ঘোষ বলেন, “সন্দেশখালি নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা অভিযোগ ও কুৎসা চলছে। যদি কোনও ব্যক্তি অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। ব্যবস্থা নিচ্ছে দল। কিন্তু নারী নির্যাতনের নামে যে ভয়ঙ্কর, কুৎসিত ও মিথ্যা অভিযোগ করা হচ্ছে, আমরা তার বিরোধিতা করছি। জাতীয় মহিলা কমিশন পর্যন্ত বলছে, এমন অভিযোগ তাঁরা পাননি। যদি কোনও ঘটনা ঘটে থাকে, মহিলারা নয় ভয়ে বললেন না। কিন্তু সিপিএমের নিরাপদ সরদার, বিজেপির বিকাশ সিং মুখে কুলুপ এঁটে বসেছিল। সম্পূর্ণ মিথ্যাচার। সন্দেশখালিতে যদি কোনও অভিযোগ থেকে থাকে, তাহলে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত স্তরে। এর সঙ্গে রাজ্য সরকার বা রাজ্যের উন্নয়ন নিয়ে কোনও অভিযোগ নেই।”

spot_img

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...