Sunday, May 4, 2025

নাটক বিজেপির, সন্দেশখালি যাওয়ার রণে ভঙ্গ শুভেন্দুর

Date:

Share post:

সন্দেশখালি অভিযানকে কেন্দ্র করে টাকিতে অশান্তির। একের পর এক নাটকে গ্রেফতার দুই বিজেপি কর্মী। গ্রেফতারির ঘটনায় ক্ষুব্ধ দল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির রাজ্য নেতৃত্ব।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারিতে ক্ষুব্ধ বিজেপি। শমীক ভট্টাচার্য বলেন, ১৪৪ জারি না থাকা সত্ত্বেও টাকিতে বিজেপিকে আটকানো হয়েছে। মহিলাদের আক্রমণ করা হয়েছে। বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। শাহজাহানদের খোঁজ পাচ্ছে না পুলিশ, এদিকে একের পর এক বিজেপি কর্মীদের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
মঙ্গলবার গভীর রাতেই সন্দেশখালির ১৯ টি জায়গায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বুধবার সকালে টাকির হোটেলে গিয়ে সুকান্ত মজুমদারকে বিষয়টি জানান পুলিশ আধিকারিকরা। কর্মসূচি বাতিলের আর্জি জানান। কিন্তু তা মানতে রাজি হননি বিজেপি নেতা। এর পরই হোটেলের গেটে মোতায়েন করা হয় পুলিশ। বৃহস্পতিবার সন্দেশখালি যাওয়ার পথে বিরোধী দলনেতা দাবি করেছেন, সুপ্রিম কোর্টের রায়ের পর ১০০০ কোটি টাকা ফেরত দিতে হবে তৃণমূলকে।
সন্দেশখালি আমি যাবই! আইনি সহায়তা নিয়ে যাব! বৃহস্পতিবার সন্দেশখালিতে যাওয়ার অনেক আগেই ফের আটকায় পুলিশ। সেখানেই রাস্তায় বসে পড়েন শুভেন্দু। পুলিশের বাধা পেয়ে প্রায় ঘণ্টা খানেক রাস্তায় বসে থাকেন শুভেন্দু। তিনি জানান, আদালত ১৪৪ ধারা তুলে দেওয়ার পর আজ আমরা নিয়ম মেনে চার জন বিধায়ক যাচ্ছিলাম। এরপরেও আটকানো হল। পুলিশ যে আটকেছে, সেটার প্রমাণ রাখছি। পুরো বিষয়টি নিয়ে তিনি ফের আদালতের দ্বারস্থ হবেন বলে জানান।
শুভেন্দু এদিন বলেন, সন্দেশখালি আমি পৌঁছব। সম্পূর্ণ আইনি সহায়তা নিয়ে। আটকাতে পারবে না! সময় কথা বলবে। আমি এখানে ৪০ মিনিট বসে আছি। আরও খানিকক্ষণ থাকব। আমাকে ছাড়ার জন্য পুনর্বিবেচনা করার অনুরোধ করছি। এটা আমার লাগবে কাজে।

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...