Thursday, August 21, 2025

‘হার্ডডিস্ক বদল করেছে ইডি’, এজেন্সির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রীর

Date:

Share post:

ইডির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন তামিলনাড়ুর প্রাক্তন পরিবহন মন্ত্রী ভি সেন্থিল বালাজি। বেআইনি লেনদেনের অভিযোগে ৬ মাস ধরে জেলবন্দি প্রাক্তন এই মন্ত্রীর অভিযোগ, এই মামলায় ডিজিটাল প্রমাণে পরিবর্তন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বালাজির আইনজীবী আদালতে তাঁর মক্কেলের জামিনের আবেদন জানিয়ে বলেন, ইডি এইচ পি ব্র্যান্ডের হার্ডডিস্ক থেকে ডাটা স্যুইচ করেছে যা সিজার লিস্টে উল্লেখ করা হয়েছে অথচ একটি সিগেট হার্ডডিস্ক আদালতে পেশ করা হয়। স্বাভাবিকভাবেই বাজেয়াপ্ত করা জিনিসগুলির সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে।

বালাজির জামিনের পক্ষে যুক্তি দিয়ে তাঁর আইনজীবী আরও বলেন, “ডিজিটাল প্রমাণের ব্র্যান্ড যেমন পেন ড্রাইভ এবং হার্ডডিস্ক বাজেয়াপ্তের তালিকায় রেকর্ড করা এবং আদালতে পেশ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।” আইনজীবী সুন্দরম যুক্তি দেন যে, ইডি নিজেদের মতো করে প্রমাণ তৈরি করেছে এবং অভিযোগ করেছে পেনড্রাইভ এবং হার্ড ডিস্কের ফাইলগুলি ২০১৫ সালে তৈরি করা হয়েছিল তবে ২০২২ সালে তা সংশোধন করা হয়েছিল। প্রাথমিকভাবে, পেনড্রাইভে ২৮৪টি ফাইল রয়েছে বলে রিপোর্ট করা হয়েছিল। ফোল্ডার ছিল, কিন্তু এই সংখ্যাটি পরে ৪৭২-এ পরিবর্তন করা হয়েছে, ফরেনসিক বিশ্লেষণে স্পষ্ট যে নাজেয়াপ্ত করার পরে, কিছু ফাইল মুছে ফেলা হয়েছিল এবং নতুন ফাইল যুক্ত করা হয়েছিল। আদালতে আইনজীবী যুক্তি দেন যে প্রাথমিক প্রমাণ, এবং বর্ধিত ভাবে ডিজিটাল প্রমাণের উপর ভিত্তি করে সমস্ত প্রমাণ অবশ্যই সন্দেহভাজন হিসাবে বিবেচিত হবে। জামিনের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, তদন্ত এখন সম্পূর্ণ হওয়ায় এবং বালাজি আর মন্ত্রী হিসাবে কাজ করছেন না ফলে ইডির এই দাবির কোনও ভিত্তি নেই যে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। অবশ্য ইডির পাল্টা বক্তব্য না শুনে এখনই জামিনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন বিচারপতি।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...