Friday, December 26, 2025

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের মাঝে টিম ইন্ডিয়াকে চিঠিতে সতর্ক বার্তা বোর্ড সচিবের, রোহিতদের কী লিখলেন জয় শাহ?

Date:

Share post:

চলছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। আর তারই মধ্যে বোর্ডের চুক্তিবদ্ধ এবং ভারত-এ দলের ক্রিকেটারদের চিঠি পাঠালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। বলা ভালো এ চিঠিতে সতর্ক বার্তা পাঠিয়েছেন বোর্ড সচিব। চিঠিতে লেখা হয়েছে, এবার থেকে রঞ্জিট্রফির ম্যাচ না খেললে কড়া ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে।

সম্প্রতি দেখা যাচ্ছে একাধিক ক্রিকেটার রঞ্জি খেলতে নামছেন না। হাতের সামনেই রয়েছে ঈশান কিষাণের উদাহরণ। তাঁকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ঈশান কিষাণকে বোর্ড নির্দেশ দিয়েছিল, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জিট্রফিতে নামতে। কিন্তু বোর্ডের নির্দেশকে মানেননি ঈশান। শুধু ঈশান নন, দেখা গিয়েছে জাতীয় দলের খেলা না থাকলে বিশ্রাম নিতে পছন্দ করেন ক্রিকেটাররা। বিশেষ করে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে রঞ্জিট্রফি, দলীপ ট্রফি না খেলার প্রবণতা বেশি। তাঁরা যতটা আগ্রহের সঙ্গে আইপিএল খেলেন, ততটা আগ্রহী নন ঘরোয়া ক্রিকেটে।আর এই কারণেই এবার নড়েচড়ে বসেছে বিসিসিআই। তাই দেশের প্রথম সারির ক্রিকেটারদের একটি চিঠি দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ।

বোর্ড সচিব চিঠিতে লিখেছেন, ‘‘একটি সাম্প্রতিক প্রবণতা বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছু ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটের থেকে আইপিএলকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছেন। এই ধরনের প্রবণতা বোর্ডের কাছে প্রত্যাশিত ছিল না। সবসময় ঘরোয়া ক্রিকেট আমাদের ভিত্তি। এর উপরেই দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট। ঘরোয়া ক্রিকেট নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি একই আছে। কখনও এর অবমূল্যায়ন করা হয়নি। ভারতীয় ক্রিকেটের মেরুদন্ড গঠন করে ঘরোয়া ক্রিকেট। টিম ইন্ডিয়াকে ধারাবাহিক ভাবে খেলোয়াড় যোগান দেয় ঘরোয়া ক্রিকেট। ভারতীয় ক্রিকেটের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি প্রথম থেকেই খুব পরিষ্কার। দেশের হয়ে খেলতে আগ্রহী প্রত্যেক ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাপকাঠি। তাই ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ না করলে তার প্রভাব গুরুতর হতে পারে।” আর জয় শাহ-এর এই কথায় স্পষ্ট , আইপিএলের থেকেও ঘরোয়া টুর্নামেন্টকে বেশি গুরুত্ব দিচ্ছে বোর্ড। প্রথম শ্রেণির ক্রিকেট না খেললে জাতীয় দলের দরজা খুলবে না।

আরও পড়ুন- দ্বিতীয়বার বাবা হচ্ছেন বিরাট! হর্ষ গোয়েঙ্কার টুইট ঘিরে জল্পনা

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...