Saturday, November 8, 2025

জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য

Date:

Share post:

এবারের জ্ঞানপীঠ পুরস্কারের ঘোষণা হল শনিবার। ৫৮ তম জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য। জ্ঞানপীঠ পুরস্কার কমিটি জানিয়েছে, সাহিত্যক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য গুলজার এবং রামভদ্রাচার্যকে চয়ন করা হয়েছে এ বছর। বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ উর্দু কবি হিসেবে পরিচিত গুলজার। হিন্দি চলচ্চিত্রেও উল্লেখযোগ্য অবদান রয়েছে তাঁর। ২০০২ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারও পান উর্দু সাহিত্যে অবদানের জন্য। পাশাপাশি ২০১৩ সালে দাদাসাহেব ফালকে, ২০০৪ সালে পদ্মভূষণও পেয়েছিলেন। জাতীয় পুরস্কারও রয়েছে ঝুলিতে। তাঁর অজস্র সৃষ্টি মানুষের মনে স্মরণীয় হয়ে আছে। তাই বলে বিরতি নেননি। ৮৯ বছর বয়সেও তিনি কবিতা লেখেন। হিন্দি চলচ্চিত্রেও অনন্য সৃষ্টির জন্যও পরিচিত গুলজার। অস্কার এবং গ্র্যামি-জয়ী ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির বিখ্যাত ‘জয় হো’ গানটির গীতিকার তিনি। পাশাপাশি, ‘মাচিস’, ‘ওমকারা’, ‘দিল সে’, ‘গুরু’ ছবির জন্যও গান লিখেছেন গুলজার। হাত পাকিয়েছেন পরিচালনাতেও। ‘মাচিস’, ‘আঁধি’, ‘পরিচয়’, ‘ইজাজতে’র মতো ছবি তৈরি করেছেন।

চিত্রকূটে তুলসী পীঠের প্রতিষ্ঠা করেন রামভদ্রাচার্য। ধর্মপ্রাণ হিন্দুদের আধ্যাত্মিক গুরু তিনি। শিক্ষাবিদ এবং লেখক হিসেবেও প্রসিদ্ধ। ১০০-র বেশি বই লিখেছেন তিনি। ২০১৫ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। তদানীন্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে সম্মানিত করেন। ২২টি ভাষায় পারদর্শী রামভদ্রাচার্য। সংস্কৃত, হিন্দি, অওধি, মৈথিলি ভাষায় লেখালেখি করেছেন।তাকেও এবার জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হবে।

আরও পড়ুন- এক গোলে পিছিয়ে থেকেও নর্থইস্টকে ৪-২ গোলে হারাল মোহনবাগান

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...