Wednesday, December 24, 2025

জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য

Date:

Share post:

এবারের জ্ঞানপীঠ পুরস্কারের ঘোষণা হল শনিবার। ৫৮ তম জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য। জ্ঞানপীঠ পুরস্কার কমিটি জানিয়েছে, সাহিত্যক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য গুলজার এবং রামভদ্রাচার্যকে চয়ন করা হয়েছে এ বছর। বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ উর্দু কবি হিসেবে পরিচিত গুলজার। হিন্দি চলচ্চিত্রেও উল্লেখযোগ্য অবদান রয়েছে তাঁর। ২০০২ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারও পান উর্দু সাহিত্যে অবদানের জন্য। পাশাপাশি ২০১৩ সালে দাদাসাহেব ফালকে, ২০০৪ সালে পদ্মভূষণও পেয়েছিলেন। জাতীয় পুরস্কারও রয়েছে ঝুলিতে। তাঁর অজস্র সৃষ্টি মানুষের মনে স্মরণীয় হয়ে আছে। তাই বলে বিরতি নেননি। ৮৯ বছর বয়সেও তিনি কবিতা লেখেন। হিন্দি চলচ্চিত্রেও অনন্য সৃষ্টির জন্যও পরিচিত গুলজার। অস্কার এবং গ্র্যামি-জয়ী ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির বিখ্যাত ‘জয় হো’ গানটির গীতিকার তিনি। পাশাপাশি, ‘মাচিস’, ‘ওমকারা’, ‘দিল সে’, ‘গুরু’ ছবির জন্যও গান লিখেছেন গুলজার। হাত পাকিয়েছেন পরিচালনাতেও। ‘মাচিস’, ‘আঁধি’, ‘পরিচয়’, ‘ইজাজতে’র মতো ছবি তৈরি করেছেন।

চিত্রকূটে তুলসী পীঠের প্রতিষ্ঠা করেন রামভদ্রাচার্য। ধর্মপ্রাণ হিন্দুদের আধ্যাত্মিক গুরু তিনি। শিক্ষাবিদ এবং লেখক হিসেবেও প্রসিদ্ধ। ১০০-র বেশি বই লিখেছেন তিনি। ২০১৫ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। তদানীন্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে সম্মানিত করেন। ২২টি ভাষায় পারদর্শী রামভদ্রাচার্য। সংস্কৃত, হিন্দি, অওধি, মৈথিলি ভাষায় লেখালেখি করেছেন।তাকেও এবার জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হবে।

আরও পড়ুন- এক গোলে পিছিয়ে থেকেও নর্থইস্টকে ৪-২ গোলে হারাল মোহনবাগান

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...