এক গোলে পিছিয়ে থেকেও নর্থইস্টকে ৪-২ গোলে হারাল মোহনবাগান

ম্যাচে শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় নর্থইস্ট ইউনাইটে। মোহনবাগানের বক্সের বাঁ-প্রান্ত দিয়ে উঠে

ছবি : দেবস্মিত মুখোপাধ্যায়

ঘরের মাঠে আইএসএল-এর ম্যাচে দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ১-০ গোলে পিছিয়ে থেকেও নর্থইস্ট ইউনাইটেডকে হারালো ৪-২ গোলে। বাগানের হয়ে গোল গুলি করেন লিস্টন কোলাসো, জেসন ক্যামিন্স, দিমিত্রি পেত্রাতোস এবং সাহাল আব্দুল সামাদের। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে হাবাসের দল।

ম্যাচে শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় নর্থইস্ট ইউনাইটে। মোহনবাগানের বক্সের বাঁ-প্রান্ত দিয়ে উঠে আসেন জিতিন। তিনি বক্সের মাঝামাঝি বল বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু দীপেন্দু বিশ্বাস স্লাইড করে এগিয়ে আসেন। তাঁর হাত অনেকটা ছড়ানো ছিল। বলটা তাঁর কনুইয়ের কাছে লাগে। পেনাল্টি দেন রেফারি।সেই থেকে গোল করতে ভুল করেননি নর্থইস্টের জুরিচ। প্রথমার্ধে একেবারি নিজেদের মেলে ধরতে পারেনি হাবাসের দল। প্রথম ৪৫ মিনিট বেশিরভাগ সময়টাই ছন্নছাড়া ফুটবল খেলে মোহনবাগান। তবে নর্থইস্ট একের পর এক আক্রমণে ঝাঁপায়। তবে ওরা গোলটা করতে পারেনি। তবে এরইমধ্যে প্রথমার্ধের শেষ লগ্নে সমতা ফেরায় মোহনবাগান। ইনজুরি টাইমে মোহনবাগানকে সমতায় ফেরান লিস্টন কোলাসো। বক্সের মাথা থেকে একদম গোল করেন। তাঁকে পাসটা দেন জনি কাউকো। বাঁ-প্রান্তে বক্সের মাথায় একেবারে আন-মার্কড ছিলেন লিস্টন। সহজেই বলটা জালে ঢুকিয়ে দেন। এর ঠিক কয়েক মুহুর্তের ব্যবধানে ফের গোল বাগানের। মোহনবাগানকে ২-১ গোলে এগিয়ে দেন জেসন ক্যামিন্স। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ২-১।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। তবে এরই মধ্যে সমতা ফেরায় নর্থইস্ট । নর্থইস্টের হয়ে গোল করেন সেই জুরিচ। তবে তিন মিনিটের মাথায় ব্যবধান বাড়ায় মোহনবাগান। বাগানের হয়ে ৩-২ করেন পেত্রাতোস। এরপর ম্যাচের ৫৭ মিনিটে ৪-২ গোলে এগিয়ে যায় বাগান ব্রিগেড। বাগানের হয়ে অসাধারণ গোল করেন সাহাল আবদুল সামাদ। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি হাবাসের দল।

আরও পড়ুন- যশস্বীর শতরান, তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান সংখ্যা ১৯৬ রান

Previous articleসন্দেশখালিকাণ্ডে গ্রেফতার শিবু হাজরা! শান্তি ফেরানোর পক্ষে সওয়াল রাজ্য পুলিশের ডিজির
Next articleকক্ষে পৌঁছালো ISRO-র ‘নটিবয়’, খবর দেবে প্রাকৃতিক দুর্যোগের