Tuesday, November 11, 2025

পরীক্ষার আগেই উচ্চ মাধ্যমিকের ভুয়ো ইংরেজি প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগ!

Date:

Share post:

সোমবার উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা (Higher Secondary English Examination)। অথচ আগের দিন অর্থাৎ রবিবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল এবছরের ইংরেজি প্রশ্নপত্র! এ কী করে সম্ভব? বিষয়টি নজর এড়ায়নি শিক্ষা দফতরের। কিন্তু খোঁজ নিয়ে জানা যায় গোটা ব্যাপারটাই ভুয়ো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBBHSE) দাবি, কেউ বা কারা সরকার ও সংসদকে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে। ইংরেজি প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত আছে। পরীক্ষার্থীদের চিন্তার কোনও কারণ নেই।

১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বাংলা পরীক্ষা শুরুর একঘণ্টার মধ্যেই সমাজমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠতেই তড়িঘড়ি কড়া ব্যবস্থা নেয় সংসদ। অভিযুক্ত পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের পাশাপাশি ওই কেন্দ্রকেও জবাবদিহি করতে নির্দেশ দেওয়া হয়। আগামিকাল ইংরেজি পরীক্ষা। তাঁর আগেই মালদহ, রায়গঞ্জ-সহ একাধিক জায়গায় ভুয়ো প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ছেড়ে ছাত্র-ছাত্রীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ। QR কোডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন কেউ বা কারা হাতে লিখে প্রশ্ন পাঠিয়ে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিষয়টি নিয়ে সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হয়েছে বলে খবর। বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানিয়েছেন, যেভাবে এবারের প্রশ্নপত্র তৈরি হয়েছে তা আগে থেকে ফাঁস হওয়ার কোনও সুযোগ নেই। যে প্রশ্নপত্র নিয়ে সমাজমাধ্যমে আলোচনা তা আসলে ENG-A পেপার, যার পরীক্ষা আগেই হয়ে গেছে। আগামিকাল ENGLISH -B-এর পরীক্ষা। আর সেই প্রশ্নপত্র (HS Exam English Question Paper) সম্পূর্ণ সুরক্ষিত আছে। তবে এই ধরণের খবরে বিভ্রান্তি বাড়ছে বলে জানান তিনি।


spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...