Saturday, November 29, 2025

ইন্দ্রাণীকে নিয়ে তথ্যচিত্র মুক্তিতে বাধা সিবিআইয়ের, মামলা উঠল আদালতে

Date:

Share post:

শীনা বোরা হত্যার ঘটনার ভিত্তিতে নির্মিত তথ্যচিত্র-সিরিজ ‘দ্য ইন্দ্রাণী মুখার্জি: ব্যুরিড ট্রুথ’ মুক্তিতে বাধা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। শুক্রবার ওটিটি প্ল্যার্টফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ছিল এই তথ্যচিত্রটি। তবে তার আগেই তথ্যচিত্রের মুক্তি আটকাতে মুম্বইয়ের বিশেষ আদালতে মামলা দায়ের করল সিবিআই। আদালতে সিবিআইয়ের আবেদন চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত শীনা বোরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত-সহ অন্যান্যদের যেন নেটফ্লিক্স বা অন্য কোনও ওটিটি প্ল্যাটফর্মের তথ্যচিত্রে দেখানো না হয়। সিবিআইয়ের মামলার ভিত্তিতে নেটফ্লিক্স এন্টারটেনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়াকে আইনি নোটিস পাঠানো হয়েছে আদালতের তরফে। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি।

 

২০১২ সালের ২৪ এপ্রিল থেকে নিখোঁজ হন ২৫ বছর বয়সি তরুণী শীনা বোরা। শীনার মা ইন্দ্রাণী মুখোপাধ্যায় জানিয়েছিলেন, উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে গিয়েছেন শীনা। কিন্তু তিন বছর পর কাহিনি অন্য মোড় নেয়। ইন্দ্রাণীর গাড়ির চালক শ্যামবর পিন্টুরাম রাই পুলিশকে জানায় যে, শীনার হত্যার নেপথ্যে রয়েছেন ইন্দ্রাণী নিজেই। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শীনা তাঁর সৎ ভাই রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। যার জেরে মরতে হয় শীনাকে। তদন্তে নেমে ২০১৫ সালে ইন্দ্রাণীকে গ্রেফতার করে সিবিআই।

১৯৮৭ সালে মেঘালয়ের শিলঙে জন্ম শীনার। সিদ্ধার্থ দাস এবং ইন্দ্রাণীর কন্যা তিনি। গুয়াহাটির মামারবাড়িতে বড় হয়ে ওঠে শীনা। অন্য দিকে ইন্দ্রাণী কলকাতায় গিয়ে সঞ্জীব খন্নাকে বিয়ে করেন। এক কন্যাসন্তানেরও জন্ম দেন ইন্দ্রাণী। ২০০২ সালে সঞ্জীবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর পিটার মুখোপাধ্যায়কে বিয়ে করেন ইন্দ্রাণী। ২০০৬ সালে শীনা তাঁর মায়ের কাছে মুম্বইয়ে চলে যান। মুম্বইয়ে গিয়ে কলেজের পড়াশোনা শেষ করে চাকরি শুরু করেন শীনা। পুলিশ সূত্রে খবর, শীনাকে বোনের পরিচয়ে নিজের কাছে রেখেছিলেন ইন্দ্রাণী। সেখানে ইন্দ্রাণী এবং পিটারের পুত্র রাহুলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে শীনা। এরপর ২০১২ সালের ২৪ এপ্রিল থেকে শীনা হঠাৎ নিখোঁজ হয়ে গেলে ইন্দ্রাণী দাবি করে তাঁর মেয়ে উচ্চশিক্ষার জন্য আমেরিকা গিয়েছে। পরে ইন্দ্রাণীর গাড়ির চালক পুলিশকে জানায়, ইন্দ্রাণী পরিকল্পনা করে শীনাকে খুন করেছে। তদন্তে নেমে ২০১৫ সালে পুলিশ ইন্দ্রাণীকে গ্রেফতার করলেও ২০২২ সালে জামিনে মুক্তি পায় অভিযুক্ত। এই হত্যাকাণ্ডের ঘটনার উপরেই নির্মিত ‘দ্য ইন্দ্রাণী মুখার্জি: ব্যুরিড ট্রুথ’ ডকুমেন্টরি সিরিজ। যেখানে ইন্দ্রাণী সহ এই মামলায় অভিযুক্তদের বয়ান রেকর্ড করা হয়েছে। যার জেরেই আদালতের দ্বারস্থ হয় এই তথ্যচিত্রের মুক্তি আটকাতে তৎপর সিবিআই।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...