Friday, May 16, 2025

রেশন মামলায় ফের পিছিয়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি

Date:

Share post:

মন্ত্রীপদ চলে গিয়েছে তাঁর। রেশন মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রীত্ব যাওয়ার পরই গত ১৮ ফেব্রুয়ারি জামিনের আবেদন করতে দেখা গিয়েছিল প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর অবশেষে জামিনের আবেদন করেন তিনি। যদিও তার জামিনের শুনানি পর্ব পিছিয়ে যায় সেদিন। আজ ২০ ফেব্রুয়ারি জামিনের পরবর্তী শুনানি ছিল। সেই শুনানিও ফের পিছিয়ে গেল।
মূলত রেশন বন্টন মামলার সঙ্গে তিনি জড়িত নন এবং তার অসুস্থতার কথা আগেই আদালতে জানিয়েছেন। এই দুটি কারণ দেখিয়েই জামিনের আবেদন করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। কিন্তু এদিন সেই মামলার শুনানি হল না। মামলার সম্ভাব্য শুনানি হবে ২৮ ফেব্রুয়ারি।ইতিমধ্যেই রেশন বন্টন মামলায় টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছে ইডি জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে । এবং ইডির অভিযোগ, শঙ্কর আঢ্য ২০ হাজার কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন। যার মধ্যে ১০ হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের। এই বিষয়কে সামনে রেখে তদন্তে গতি আনছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বালুর আইনজীবী এদিন তাঁর মক্কেলের অসুস্থতার কথা তুলে ধরেন আদালতের সামনে। এর পাশাপাশি তাঁর আইনজীবী জানান যে, ইডি রেশনকাণ্ডে তাঁর মক্কেল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রেশন মামলায় জড়িত থাকার সরাসরি কোনও তথ্যপ্রমাণ সামনে আনতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও ইডি সূত্রে দাবি করা হয়, জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ি থেকে একাধিক কাগজপত্র মিলেছে, যেগুলির সূত্র ধরে বিভিন্ন ব্যবসায়ীদের নাম পাওয়া গিয়েছে এবং তদন্তে সেগুলি অত্যন্ত সাফল্য আনছে বলে দাবি তদন্তকারীদের।

spot_img

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...