Friday, January 9, 2026

‘খালিস্তানি’ মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত, কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এডিজি দক্ষিণবঙ্গের

Date:

Share post:

কর্তব্যরত শিখ পুলিশ আধিকারিককে ‘খালিস্তানি’ বলে নির্লজ্জ আক্রমণ বিজেপির (BJP)। কড়া আইনি পদক্ষেপ নিচ্ছে রাজ্য পুলিশ। এবিষয় নিয়ে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে জানালেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার (Supratim Sarkar , ADG, South Bengal)। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এডিজি (দক্ষিণবঙ্গ) বলেন, “ওই মন্তব্য অসংবেদনশীল, প্ররোচনামূলক এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি।“ এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

কলকাতা হাইকোর্টের রায় মেনে, মঙ্গলবার সন্দেশখালি রওনা দেন শুভেন্দু। কিন্তু ধামাখালিতে তাঁকে আটকায় পুলিশ। সেই সময় পুলিশ অফিসার জসপ্রীত সিংয়ের সঙ্গে বচসায় জড়ান বিজেপি-র নেতা-কর্মীরা। আর তখনই সেই শিখ আইপিএস অফিসারকে ‘খালিস্তানি‘ জঙ্গি বলে অপমান করেন শুভেন্দুর সঙ্গীরা। সেই সময় তাঁদের আটকানোর কোনও চেষ্টা করতে দেখায় যায়নি শুভেন্দু অধিকারীকে। কর্তব্যরত পুলিশ আধিকারিকদের এভাবে ধর্মের নামে হেয় করার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। এরপরেই বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন সুপ্রতিম সরকার। পাগড়ি পরিহিত কাউকে খালিস্তানি বলে দেগে দেওয়ার তীব্র বিরোধিতা করে ADG, South Bengal বলেন, “ভারতীয় দণ্ডবিধির ২৯৫(এ) ধারায় আইনত পদক্ষেপ করা হবে।“

ক্ষুব্ধ সুপ্রতিম বলেন, “এক জন পাগড়ি পরেন বলে তিনি খলিস্তানি? পুলিশে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই আছেন। সবাই তাঁদের দায়িত্ব পালন করেন। এই ধরনের মন্তব্য ধর্মীয় বিভেদ তৈরি করে। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করব।“

লোকসভা নির্বাচনের আগে রাজ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে বিজেপি- অভিযোগ শাসকদলের। ধর্মের নামে বিভেদ বিজেপি পুরনো চাল। তবে, এবার কর্তব্যরত পুলিশকে ধর্ম নিয়ে আঘাতে তারা চাপে পড়বে বলে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...